Wednesday, July 3, 2013

পার্টিশন পড়ে গেছে কি করবেন!!

পার্টিশন পড়ে গেছে কি করবেন!!

অনেক সময় ভুলে আমরা আমাদের কম্পিউটার এর হার্ড ডিস্ক পার্টিশন দিয়ে ফেলি। ফলে সব ডাটা মুছে যায়। এ সমস্যা থেকে পরিত্রান পাওয়ার সবচাইতে উপযোগী সফটওয়্যার হল EASEUS Partition Recovery Software. যদি কখনও পার্টিশন পড়ে যাই তখন চিন্তা না করে এই সফটওয়্যার আপনি use করতে পারবেন। এটি খুব ভাল কাজ করে অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া ডাটা ও আগের পার্টিশন ফিরিয়ে দেবে তবে পার্টিশন পড়ে গেলে যদি Hard disk এ নতুন কোন ডাটা Input করা হয় তাহলে আশানুরুপ ফলাফল নাও পেতে পারেন। তাই পরামসশ হল পার্টিশন পড়ে গেলে Hard disk এ নতুন কোন ডাটা Input না দিয়ে EASEUS Partition Recovery Use করুন আর ফিরে পান হারানো ডাটা। ব্যবহার খুব সহজ তাই বিস্তারিত জানালাম না। তবে কোন Problem হলে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব তা Solve করার। সফটওয়্যার টি খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারেন এই লিঙ্ক থেকে Download
পোস্ট ভাল লাগলে কমেন্ট করে জানান তাহলে পরের পোস্ট করতে উৎসাহিত হব।
Facebook এ Like দিতে।

Post Comment

No comments: