Saturday, March 30, 2013

ডাউনলোড FILE RECOVERY2013 Professional 5.5.3.1 পোর্টবেল


ডাউনলোড FILE RECOVERY2013 Professional 5.5.3.1 পোর্টবেল






আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আপনাদেরকে দারুন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব । সফটওয়্যার টির নাম হল File Recovery । তো বন্ধুরা আর দেরি না করে এখুনি ডাউনলোড করুন আর আপনার ডিলিট হওয়া ফাইল রিকভারি করে নিন ।

* সফটওয়্যার টি ডাউনলোড করে কষ্ট করে একটু নিচে যান ।













*একটিমজার কথাবলতেই ভুলেগেছি,মজার ব্যাপারটাহল সফটওয়ারর টিযেহেতুপোর্ট বেল তাই এটিকেইন্সটল করার কোন দরকার না।শুধুমাত্র ডাউনলোড করুন আর রান করুন আর চালান।

*আশাকরিসব বুজতেপেরেছেন,আর ডাউনলোড করতেকোন অসুবিধাহলেআমাকেজানাবেন 

আজকের মতোএই পর্যন্ত

*আল্লাহাফেজ*

ডাউনলোড করুন "বোঝেনা সে বোঝেনা" কলকাতা মুভি দারুন প্রিন্ট ।

ডাউনলোড করুন "বোঝেনা সে বোঝেনা" কলকাতা মুভি দারুন প্রিন্ট ।
undefined



আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি ।আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি কলকাতা মুভি "বোঝেনা সে বোঝেনা", মুভিটির সাইজ ৭০০ এমবি । তাহলে আর দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন । ডাউনলোড করতে নিচে যান ।


* লিঙ্ক ১ ঃ-         ডাউনলোড 


*লিঙ্ক ২ ঃ-          ডাউনলোড

                                                         
*লিঙ্ক ৩ ঃ-          ডাউনলোড 


** আশাকরি ডাউনলোড করতে কোন অসুবিদা হবে না । আর যদি কোন অসুবিদা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ।

ডাউনলোড করুন "বাপি বাড়ি যা " কলকাতা মুভি দারুন প্রিন্ট ।



আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি ।আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি কলকাতা মুভি "বাপি বাড়ি যা ", মুভিটির সাইজ ৭০০ এমবি । তাহলে আর দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন । ডাউনলোড করতে নিচে যান ।


ডাউনলোড সিঙ্গেল লিঙ্ক   
** আশাকরি ডাউনলোড করতে কোন অসুবিদা হবে না । আর যদি কোন অসুবিদা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই 
 *আল্লা হাফেজ*

আপনার উইন্ডোস মিডিয়া প্লেয়ার এর শর্টকাট দেন আপনার ইচ্ছা মত…






গান বাজানো এবং ভিডিও দেখার জন্য উইন্ডোস মিডিয়া প্লেয়ার একটি অন্যতম জনপ্রিয় প্লেয়ার।এতে গান এর সাওন্ড কোয়ালিটি অনেক ভাল পাওয়া যায়।কিন্তু আমরা জানি এটাতে শর্টকাট বাটন খুবি জটিল।আমি আজকে গুগলে সার্চ দিয়ে বের করলাম খুবি দরকারি একটা সফটওয়্যার যা আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট বাটন আপনার ইচ্ছামত দেয়ার ব্যবস্থা করে দিবে।এটা করার জন্য যা করতে হবে তা আমি বিস্তারিত ব্যাখ্যা করছিঃ
১.প্রথমে আপনি ছোট এই ফাইলটি ডাউনলোড করে নিনঃ http://www.mediafire.com/?ldy47we8xusq6xa
২.ডাউনলোড করার পর ফাইলটি ইন্সটল করুন।
৩.এবার আপনি আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করুন।
৪.প্লেয়ারে মাওস রেখে ডানের বাটন ক্লিক করুন। More Option এ যান।


৫.এরপর যে উইন্ডো আসবে তা থেকে Plug-ins অপশন সিলেক্ট করুন।
৬.এরপর Category থেকে Background অপশন সিলেক্ট করুন।

৭.দেখবেন Background  মেনুতে Wmpkeys plugin নামের একটা Unchecked বক্স আসবে।এটাকে Checked করে ফেলুন।
৮.এখন Wmpkeys plugin এ মাউস ক্লিক করুন,নিচে দেখবেন Properties আসবে।
৯.Properties থেকে আপনি আপনার ইচ্ছা মত বাটন নির্বাচন করুন।

হয়ে গেল আপনার প্রিয় উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আপনার মত।
কেমন লাগলো জানাতে ভুলবেননা।

Friday, March 29, 2013

নাস্তিকরাই সাধারনত সব ধর্মের শত্রু।






আজ একটি বিষয় নিয়ে লিখতে বসলাম। নাস্তিকদের কিছু ভন্ডামি প্রশ্নের উত্তর দিলাম। তার আগে আমি বলে নিচ্ছি । হেফজত ইসলামের ঢাকা অভিমুখে যাত্রা সফল করুন। কারন সরকার সবাইকে কলা দেখাচ্ছে আর খাওয়াচ্ছে মুলা। তাই নাস্তিকদের বিরুদ্ধে এখনই সময় সোচ্ছার হওয়ার ।

নাস্তিকদের দাবি অনুযায়ী পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। ধর্মে অবিশ্বাসের পক্ষে তারা যে যুক্তিগুলো দেয় সেগুলো মোটাদাগে মোটামুটি এরকম [নিজ ভাষায়]:
[১] মুসলিমরা এরোপ্লেন দিয়ে টুইন টাওয়ার উড়িয়ে দিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে। তারা সুইসাইড বোম্বিং-এর মাধ্যমেও নিরীহ মানুষ হত্যা করে। তাদের এই অনুপ্রেরণা আসে স্বয়ং কোরআন থেকে। {এটি আধুনিক নাস্তিকদের দেবতুল্য পীর রিচার্ড ডকিন্সের #১ যুক্তি}
ভালো কথা। কিন্তু অন্য সব ধর্মে বিশ্বাসীরা তো এরোপ্লেন দিয়ে টুইন টাওয়ার উড়িয়ে দিয়ে কিংবা সুইসাইড বোম্বিং-এর মাধ্যমে নিরীহ মানুষ হত্যা করে না, করে কি? ফলে অন্য কোনো ধর্মে বিশ্বাস করতে সমস্যা কোথায়? জবাব নেই। তাহলে দেখা যাচ্ছে তাদের এই ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
[২] ইসলামে বিশ্বাসীরা বিন লাদেন, আল-কায়েদা, জেএমবি, বাংলা ভাই, রাজাকার, ইত্যাদি হয়। 
ভালো কথা। এগুলোও তো শুধু ইসলামের সমস্যা। ফলে অন্য কোনো ধর্মে বিশ্বাস করতে সমস্যা কোথায়? জবাব নেই। এক্ষেত্রেও তাদের ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
[৩] ধর্মগ্রন্থে অনেক অমানবিক কথাবার্তা ও অসঙ্গতি আছে।
“ধর্মগ্রন্থে অনেক অমানবিক কথাবার্তা ও অসঙ্গতি আছে” বলতে মূলত কোরআন-হাদিসের মনগড়া ব্যাখ্যা, কিছুটা লোক দেখানো বাইবল, ও কিছুটা লোক দেখানো হিন্দু ধর্মগ্রন্থের কথাই তাদের লেখা থেকে জানা যায়। কিন্তু এগুলো ছাড়াও তো আরো অনেক ধর্মগ্রন্থ আছে – সেগুলোর কোনো একটিতে বিশ্বাস করতে সমস্যা কোথায়? জবাব নেই। অতএব, তাদের ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
[৪] আব্রাহামিক ধর্মে আদম-হাওয়া মিথ আছে – যে মিথকে বিবর্তনবাদ তত্ত্ব ভুল প্রমাণ করে বাতিল করে দিয়েছে।
ভালো কথা। আব্রাহামিক ধর্মের ’আদম-হাওয়া মিথ’কে না হয় বিবর্তনবাদ নামক এক চরম ইডিয়টিক ও হাস্যকর তত্ত্ব ভুল প্রমাণ করে বাতিল করে দিয়েছে। কিন্তু হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ও শিখ ধর্ম সহ অন্যান্য ধর্মে তো ‘আদম-হাওয়া মিথ’ বলে কিছু নাই। তাহলে তারা এই ধর্মগুলোর কোনো একটিতে বিশ্বাস করে না কেনো? জবাব নেই। অতএব, তাদের ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
[৫] ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করলে মুসলিমরা কল্লা কাটার জন্য তেড়ে আসে।
ভালো কথা। কিন্তু অন্য কোনো ধর্মের নবী বা দেবতাকে নিয়ে কটূক্তি করা হলে সেই ধর্মের অনুসারীরা তো কল্লা কাটার জন্য তেড়ে আসে না – এটা নাস্তিকদেরই দাবি। তাহলে অন্য কোনো ধর্মে বিশ্বাস করতে সমস্যা কোথায়? জবাব নেই। অতএব, তাদের ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
[৬] ইসলামে মুরতাদ তথা ইসলাম ত্যাগীদেরকে হত্যার কথা বলা আছে।
ভালো কথা। কিন্তু অন্য কোনো ধর্মে [বিশেষ করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ও শিখ ধর্ম] তো ধর্ম ত্যাগীদেরকে হত্যার কথা বলা নেই। তাহলে অন্য কোনো ধর্মে বিশ্বাস করতে সমস্যা কোথায়? জবাব নেই। অতএব, তাদের ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
[৭] ইসলাম মুক্তচিন্তা ও নাস্তিকতা বিরোধী।
ভালো কথা। কিন্তু হিন্দু ধর্মে তো আস্তিকতা, নাস্তিকতা, নিধার্মিকতা, সহিষ্ণুতা, ও মুক্তচিন্তা [কেউ চাইলে যাচ্ছেতাই বিশ্বাস বা অবিশ্বাস করতে পারে] সহ সবই আছে বলে দাবি করা হচ্ছে। এমনকি এই দাবিগুলো কিছু নাস্তিকও করছে। তাহলে হিন্দু ধর্মে বিশ্বাস করতে তাদের সমস্যা কোথায়? জবাব নেই। অতএব, তাদের ভণ্ডামী যুক্তি মাঠে মারা গেল।
বেশী উদাহরণ দিয়ে পাঠকদের মূল্যবান সময় নষ্ট করার ইচ্ছা নাই। তবে যুক্তিবাদী পাঠক ইতোমধ্যে নাস্তিকদের ভণ্ডামী যুক্তিগুলো বুঝে গেছেন নিশ্চয়। এভাবে তাদের প্রতিটা ‘যুক্তি’কেই ভণ্ডামী যুক্তি প্রমাণ করা সম্ভব।
তাহলে প্রশ্ন হচ্ছে নাস্তিকদের সামনে এত এত অপশন থাকতেও তারা কোনো ধর্মেই বিশ্বাস না করার কথা বলে কেনো? এই প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝে গেছেন। নাস্তিক দাবিদারদের মধ্যে মূলত দুটি গ্রুপ আছে:
১. ধূর্ত গ্রুপ – এরা অসৎ উদ্দেশ্যে মুখে নাস্তিকতার বুলি আউড়ায়, নাস্তিকতাকে একটি ঢাল হিসেবে ব্যবহার করে।
২. নির্বোধ গ্রুপ – এদের নাস্তিকতা নির্ভর করে ধূর্ত গ্রুপের উপর। ধূর্ত গ্রুপ যতদিন পর্যন্ত পেছন থেকে এদের পিঠ চাপড়ে দেবে ততদিন পর্যন্ত এরা নাস্তিক থাকবে।

মোবাইলের Memory Card এর পাসওয়ার্ড হ্যাক/রিকভার করুন খুব সহজে






মাঝে মধ্যে এমন হয় যে আপনি আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা অন্য কেউ আপনার মেমরি কার্ডে ভুলে কিংবা ইচ্ছে করে পাসওয়ার্ড সেট করে দিয়েছে। যা কিনা আপনি যানেন না। যদি এমনটা হয় তবে কি করবেন? এই রকম অবস্থায় মেমরি কার্ড পাসওয়ার্ড ছাড়া ওপেন করা যায়না, ফরমেট ও দেওয়া যায়না এমনকি মেমরিকার্ডটি কম্পিউটারেও শো করেনা। অনেকেই এইরকম অবস্থায় হতাশ হয়ে পড়েন। মনে করেন হয়ত মেমরি কার্ডটি আর কোন কাজে আসবে না। প্রয়োজনীয় ছবি, সফটওয়্যার, মিডিয়া ফাইলসহ সব জরুরী ফাইল হারানোর জন্য আফসোস করেন। কিন্তু আপনার ফোনটি যদি নোকিয়া S60 মডেলের হয় তাহলে আফসোস করতে হবে না। আপনি আপনার না জানা বা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন আপনার নিজের ফোনের মাধ্যমেই এবং তাও আবার কোন ফাইলের কোন রকম ক্ষতিসাধন না করে। অনেকেই হয়ত নোকিয়া S60 মডেলের ফোন চেনেন না। যারা নোকিয়া S60 মডেলের ফোন চেনেন না তাদের জন্য নোকিয়া S60 মডেলের ফোনগুলোর নাম নিচে উল্লেখ করলাম।
নোকিয়া সিম্বিয়ান S60 Model ফোন List:
Nokia 3230, Nokia 3250, Nokia 3600, Nokia 3620, Nokia 3650, Nokia 3660, Nokia 5320 XpressMusic, Nokia 5500 Sport, Nokia 5700 XpressMusic, Nokia 5710 XpressMusic, Nokia 5800 XpressMusic, Nokia 6110 Navigator, Nokia 6110 Navigator, Nokia 6120 Classic, Nokia 6121 Classic, Nokia 6124 Vodafone, Nokia 6210 Navigator, Nokia 6220 Classic, Nokia 6260, Nokia 6290, Nokia 6600, Nokia 6620, Nokia 6630, Nokia 6631 (NM850iG) , Nokia 6650 T-Mobile, Nokia 6670, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 7610, Nokia 7650, Nokia E50, Nokia E51, Nokia E60, Nokia E61, Nokia E61i, Nokia E62, Nokia E65, Nokia E66, Nokia E70, Nokia E71, Nokia E90 Communicator, Nokia N-Gage, Nokia N-Gage QD, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N78, Nokia N79, Nokia N80, Nokia N81, Nokia N81 8GB, Nokia N82, Nokia N85, Nokia N90, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia N93i, Nokia N95, Nokia N95 8GB, Nokia N95 8GB NAM, Nokia N95 NAM, Nokia N96, Nokia NM705i (DoCoMo)
এখন কাজ শুরু করা যাক। প্রথমে File Explorer সফটওয়্যারটি আপনার ফোনে ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটি মূলত ফাইল হাইড করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। আর এই সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের সিস্টেম ফাইলসহ সব ধরনের ফাইল শো করে। ডাউনলোড করা হলে সফটওয়্যারটি ওপেন করুন তারপর এটি (c:) ড্রাইভে প্রবেশ করুন। সেখানে mmcstore নামে একটি ফাইল পাবেন ফাইলটি রিনেম করে mmcstore.txt লিখে দিন। এখন ফাইলটি ওপেন করলে নোট এর মাধ্যমে ওপেন হবে। আর এই ফাইলের মধ্যে আপনি আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন। আশা করি লেখাটি অনেকের ‍উপাকারে আসবে। কারো উপকার হলেই আমার লেখা সার্থক হবে।
আপনাদের জানা এবং হয়রানি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে একটি কথা উল্লেখ করছি, এই ধরনের লেখা আরও বিভিন্ন ওয়েব সাইটে আপনি পেতে পারেন তবে বিভিন্ন জায়গায় আমি দেখেছি তারা বলে এই পদ্ধতিতে অন্যকোন মেমরিকার্ড এর পাসওয়ার্ড ও উদ্ধার করা সম্ভব। কিন্তু আমি আপনাদের বলব, এই কথা যারা বলে এইটা তাদের জানার ভূল। কিংবা অনেকে তাদের লেখার আকর্ষণ বাড়ানোর জন্যেও এমনটা করে থাকে যা কিনা সকলের হয়রানির কারণ হয়ে দাড়ায়। আসলে এই পদ্ধতিতে শুধুমাত্র আপনার নিজের মোবাইলের মেমরি কার্ডের পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব। আপনি যখন আপনার মেমরি কার্ডে পাসওয়ার্ড সেট করেন আপনার ফোন তখন নিজস্ব মেমরিতে পাসওয়ার্ডটি সেভ করে রাখে। আর আমি আমার দেয়া পদ্ধতিতে যে, (c:) ড্রাইভে প্রবেশ করার কথা বলেছি এই (c:) ড্রাইভ হল ফোন মেমরি। আপনি যদি মেমরি কার্ডে পাসওয়ার্ড প্রদান করার পরে কখনো ফোন মেমরি ফরমেট করেন তাহলে কিন্তু এই সিস্টেমে পাসওয়ার্ডটি আর উদ্ধার করতে পারবেন না। কারণ ফরমেট দেওয়ার কারনে আপনার ফোন তার সকল ডাটা হারিয়ে ফেলবে। ধন্যবাদ সবাইকে পোষ্টটি পড়ার জন্য। কারো কোন জিজ্ঞাসা বা সমস্যা থাকলে কমেন্টে জানাবেন।

আপনার উনন্ডোজের Logon Screen Change করে নিন।







টেকটিউনসে আমি আজই প্রথম পোষ্ট করলাম। তাই ভুল হলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ সবার সথে একটা ছোট্র টিপস শেয়ার করলাম। টিপসটি হল আপনার কম্পিউটার এর Logon Screen  কিভাবে Change  করব।
আমরা আমাদের কম্পিউটারকে অন্যদের থেকে আলাদা এবং জটিল বানানোর জন্য কত কিছুই না করি .নতুন Theme , Wallpaper ,Icon আরো কতকিছু . কম্পিউটারকে অন্যদের থেকে আলাদা, জটিল , এবং সুন্দর বানানোর একটি পদ্দিতি বলে দিব …
আপনি কি Windows 7 er Logon Screen change করেতে পারেন ? এটা করতে পারলে কিন্তু কম্পিউটার কে অনেক দারুন দেখাত .আজকে আমি একটা সফ্ত্বরে এর মধ্যমে Logon Screen Change করা শিখাবো ….
Software Download Link
http://download.cnet.com/Tweaks-com-Logon-Changer/3000-2094_4-10911825.html?part=dl-6266683&subj=dl&tag=button 
1.Download করে software টি ওপেন করুন .
2.’Change Logon Screen ‘ ক্লিক করুন
3.JPG format এর ফাইল সেলেক্ট করুন
4.বেস ,হয়ে গেল .এবার এনজয় করুন …..

আপনাদের জন্য কিছু টিপস, কিছু ট্রিকস এবং কিছু উপহার!!!






আসসালামু-আলাইকুম,
কেমন আছেন আপনারা? বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আপনাদের সুন্দর একটা তথ্যবহুল টিউন উপহার দিব। কিন্তু করব করব করেও করা হচ্ছিলো না।
আজ বসে গেলাম আপনাদের জন্য এই টিউনটি করতে। এর দ্বারা আপনাদের অল্প পরিমাণ  উপকার হলেও আমার এই টিউন করা সার্থক হবে।
তো আসুন আমরা শুরু করি.........


আসুন একটু অন্যভাবে Folder লুকাই

এই ট্রিক্সটি শুধুমাত্র উইন্ডোজ 7 এর জন্য।
প্রথমে যেখানে Hidden Folder রাখতে চান, সেখানে একটি  "new folder" create করুন। এবার এর ওপর রাইট বাটন ক্লিক করে rename এ ক্লিক করুন।
এবার আপনার start menu থেকে "character map" লিখে সার্চ দিন। রেজাল্ট আসলে character map-এ ক্লিক করুন। ফাঁকা কোন স্থান নির্বাচন করুন। এবার এটা copy করে ঐ folder-এর নাম হিসেবে বসিয়ে enter দিন। ব্যস... নাম ছাড়া folder তৈরি করা হয়ে গেল।
এবার ঐ folder-এর ওপর রাইট বাটন ক্লিক করে properties-এ যান। customize এ ক্লিক করে নিচে change icon-এ ক্লিক করুন। এবার আপনাকে icon ব্রাউজ করতে দিবে। ফাঁকা জায়গা select করুন, ok করুন।
হয়ে গেল আপনার অদৃশ্য ফোল্ডার।
উইন্ডোজ XP ও Vista-তে ফোল্ডার rename-এ ক্লিক করে alt+0160 বা alt+255 টাইপ করুন। এরপর ফাঁকা icon insert করুন।

জেনে নিন উইন্ডোজ-এর জরুরী কিছু শর্ট কী

ctrl+x           ফোল্ডার cut হবে।
ctrl+v           পেস্ট হবে।
ctrl+c           কপি হবে।
win+R           রান কমান্ড আসবে।
win+tab       3D view দেখতে পারবেন।
win+U+U    পিসি shut down হবে।
win+U+R    পিসি restart হবে।
space            স্ক্রল নিচে নামবে।
alt+tab         উমমম.........আমি বলব না, নিজেই চেষ্টা করুন!!! :-P

এখন-ই একটা Heart Screensaver বানিয়ে ফেলুন

প্রথমে ডেক্সটপের ওপর রাইট বাটন ক্লিক করে personalize -এ যান। এবার ডানে নিচে দেখুন screensaver আছে, সেখানে ক্লিক করুন।
এবার নতুন উইন্ডো চালু হবে, 3D Text নির্বাচন করুন। এবার settings এ গিয়ে font নির্বাচন করুন "wingdings" এবং text দিন Y.
এবার ok করে preview দেখুন!!
এভাবে আপনি আরও অনেক রকম screensaver তৈরি করতে পারবেন।

Graphics Card এর মেমরি সাইজ চেক করুন

এই ট্রিকটা উইন্ডোজ xp কেবলমাত্র support করবে (তাছাড়া আপনারা যারা অন্যান্য OS ব্যবহার করেন, তারা চেক করে দেখতেও পারেন-কারন আমার সব OS-এ চেক করার সুযোগ হয়নি)
১.প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করে properties এ যান।
২.এবার setting -এ ক্লিক করুন।
৩.এবার advance এ ক্লিক করুন।
৪.এবার adapter-এ ক্লিক করুন।
এখানে আপনার VGA card সম্পর্কে তথ্য দেখতে পারবেন।

কিছু Notepad ট্রিকস, মিস করবেন না

Trick#1 (চেক করুন আপনার anti-virus কাজ করছে কি না)
প্রথমে notepad open করে নিচের কোডটি copy-paste করুন।
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এবার save করুন antivirus.exe নামে।
যদি আপনার antivirus ঠিকমতো কাজ করে তাহলে সাথা সাথে এটা ডিলিট হয়ে যাবে আর,
কাজ না করলে ওটা থেকে যাবে।
Trick#2 (.log trick)
notepad open করে লিখুন
.LOG
যেকোন নামে save করুন (যেমনঃ diary)
এবার এটা আপনি যখনই এটা open করবেন তখনই আপনাকে এটা current date এবং time দেখাবে।
Trick#3 (পিসি দ্রুত Restart করুন)
notepad open করে লিখুন
@echo off
Msg* I am dead tired now.
Shutdown –c “Error! I will sleep now! Good byeee” –s
save করুন .bat নামে।
ব্যস...ডাবল ক্লিক করুন, একটা massage আসবে এবং পিসি restart হবে।

Lock করে ফেলুন আপনার কাঙ্খিত ফোল্ডার

মনে করুন আপনি (E) drive-এ Games নামের কোন ফোল্ডার লক করবেন। তাহলে notepad-এ লিখুন
ren Games Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এবং save করুন "hide.bat" নামে।
এবার ওটার ওপর ডাবল ক্লিক করলে আপনার Games নামের ফোল্ডারটি দেখা যাবে না।
আবার notepad-এ লিখুন
ren Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Games
এবং save করুন "unhide.bat" নামে।
এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটি আবার দেখা যাবে।
বিঃদ্রঃ কাজটি সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে করবেন, ফোল্ডার হাইড করে পরে ফিরিয়ে আনতে না পারলে আমি দায়ি থাকব না।
 
 

অনেক কাজ করা হল, এবার একটু হেসে নিন

দুই বন্ধু গল্প করছে।
১ম বন্ধুঃ জানিস, গতকাল বাড়ির পেছনে জঙ্গলে গিয়ে দেখি একটা বাঘ। বাঘ দেখে তো আমি ফুল স্পিডে দৌড় দিলাম। বাঘও আমার পেছেন পেছন দৌড়াতে লাগলো। কিন্তু ও আমাকে ধরতে পারছিল না, যেই ধরতে যাচ্ছিল, তখনি পা পিছলে পড়ে যাচ্ছিল।
২য় বন্ধুঃ তোর তো অনেক সাহস!! আমি হলে তো ওখানেই ভয়ে হিসু করে দিতাম!!!
১ম বন্ধুঃ তুই কি ভেবেছিস বাঘ এমনি এমনি পা পিছলিয়ে পড়ছিল?? :lol: :lol: :lol:
 

এক ক্লিকেই rename করুন একাধিক ফোল্ডারের

যেই ফোল্ডারগুলো rename করবেন, সেগুলো select করুন। এবার যেকোন একটির ওপর রাইট বাটন ক্লিক করুন। এবার rename এ ক্লিক করুন, একটি ফোল্ডার এর নাম আপনাকে লিখতে দেওয়া হবে। সেখানে আপনি picture লিখলে অন্যগুলো picture 2, picture 3, picture 4 নামে save হবে। এভাবে আপনার অনেক সময় বেঁচে যাবে।

আপনার ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন

এখান থেকে 1.28 mb'র ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার নিচে ডানে দেখুন নীল রং-এর ছোট ব্যাটারির icon এসেছে। সেখানে ক্লিক করে ব্যাটারির সব তথ্য আপনি জানতে পারবেন।

Some Flash Games

আমাদের প্রায় প্রত্যেকেরই Flash Game খুব পছন্দ। কিন্তু এটা ডাউনলোড কোন জায়গা থেকে করব-এটা খুজতেই আমাদের ১২ টা বেজে যায়। আপনি চাইলে এখান থেকে অনেক মজার মজার Flash Game ডাউনলোড করতে পারেন।
আমার পছন্দের দুটো Flash Game আপনাদের দিচ্ছিঃ
Apple Shooterplay Apple Shooter flash game
Jungle ATV
play Jungle ATV flash game

এই টিউনটি করতে আমার অনেক কষ্ট হয়েছে, এরপর কি আমি আপনাদের কাছ থেকে কিছু কমেন্ট ও কিছু লাইক আশা করতে পারি না??
অবশ্যই আমার রিডার ভাইদের কাছ থেকে এটুকু আশা করতে পারি......সেই আশাতেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ...

এক বস্তা সিম্বিয়ান (S60v2,S60v3) জনপ্রিয় এবং দরকারি সফটওয়্যার কালেকশন,সাথে বোনাস, না দেখলে আপনার সিম্বিয়ান জীবন বৃথা (MediaFire)







আশা করি আল্লাহ-র রহমতে সবাই ভালো আছেন।
অনেক দিন ধরে টেক টিউনসের সাথে আছি, এতদিন ধরে শুধু নিয়েই গেলাম এবার কিছু দেবার চেষ্টা করছি। অনেকদিন ধরে স্বার্থপরের মতো সুবিধা নিয়ে যাচ্ছিলাম কারন দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজাখুঁজির পর কিছু না পেয়ে আমার কাছে থাকা কিছু মোবাইল সফটওয়্যার শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আশা করছি আমার প্রথম টিউনটি আপনাদের কাছে ভালো লাগবে।
কাজের কথাঃ
Android আর iPhone এর যুগে সবাই সিম্বিয়ান এর কথা ভুলতে বসেছে, যারা এখনও সিম্বিয়ান মোবাইল ব্যাবহার করেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট। সফটওয়্যার গুলো আমার নিজের কালেক্ট করা, আমার প্রথম সিম্বিয়ান মোবাইল হল Nokia N70 এখন ইউস করি Nokia E56 তখন থেকে আজ পর্যন্ত অনেক সফটওয়্যার কালেক্ট করেছি যার একটা অংশ এখন আমার কাছে আছে।
সিম্বিয়ান ২য় ভার্সন (S60v2):
এখানে ৭৭ টি S60v2 এর দরকারি ও জনপ্রিয় সফটওয়্যার আছে। সাথে বোনাস হিসেবে আছে জনপ্রিয় মোবাইল মিউজিক প্লেয়ার TTPod এর এক বস্তা Skin কিছু Visualization (Visualization গুলো Windows Media Player এর Visualization এর মতো) ৮ টা Splash Screen আর কিছু ইংলিশ গানের লিরিক।
যে ধরনের সফটওয়্যার আছে :
১। অডিও প্লেয়ার
২। ভিডিও প্লেয়ার
৩। মোবাইল এনটি ভাইরাস
৪। ওয়েব ব্রাউজার
৫। Bluetooth Hack সফটওয়্যার
৬। ফাইল ব্রাউজার
৭। Compression টুল
৮। ফোন লকার
৯। মেসেঞ্জার
১০। Dictionary
১১। ফটো এডিটিং
১২। Ultra MP3 স্কিন
১৩। অন্যান্য
আপনার মোবাইল এর সিম্বিয়ান ভার্সন জানতে এই লিঙ্কে যান
Download (MediaFire Link):
সিম্বিয়ান ৩য় ভার্সন (S60v3):
এখানে প্রায় ১০০ টি জনপ্রিয় এবং দরকারি সফটওয়্যার আছে, সাথে বোনাস হিসেবে TTPod Skin, Visualization, Splash এবং Lyrics। আরও আছে  34 টি vHome Skin সহ অনেক কিছু।
যে ধরনের সফটওয়্যার আছে :
১। অডিও প্লেয়ার
২। ভিডিও প্লেয়ার
৩। মোবাইল এনটি ভাইরাস
৪। ওয়েব ব্রাউজার
৫। Bluetooth Hack সফটওয়্যার
৬। ফাইল ব্রাউজার
৭। Compression টুল
৮। ফোন লকার
৯। মেসেঞ্জার
১০। Dictionary
১১। ফটো এডিটিং
১২। হ্যাকিং টুল
১৩। vHome (আপনার মোবাইল স্ক্রীনকে Android,iPhone এবং অন্যান্য OS এর মতো করতে পারবেন)
১৪। বাংলা ফন্ট এবং টাইপিং সফট
১৫। WiFi সফটওয়্যার
১৬। PDF রিডার
১৭। অন্যান্য
আপনার মোবাইল এর সিম্বিয়ান ভার্সন জানতে এই লিঙ্কে যান
Download (MediaFire Link):
সফটওয়্যার গুলো আমি Nokia N70 এবং E65 -এ ব্যাবহার করেছি তাই অন্য মডেল সম্পরকে কিছুই বলতে পারব না। তবে বেশীরভাগ মোবাইলেই চলবে। তারপরও সফটওয়্যার গুলো সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে মন্তব্য করুন, আমি সাহায্য করতে চেষ্টা করব।
প্রথম পোস্ট তাই অনেক ভুল হতে পারে, ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন।
আমার কাছে জাভা এবং সিম্বিয়ানের অনেক গুলো গেইমস ও Themes আছে, আপনাদের সাহায্য পেলে সেগুলো নিয়ে আবার হাজির হব। আপনাদের মন্তব্য হবে আমার পরবর্তী পোস্ট এর প্রেষণা হবে, তাই ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
[বিঃ দ্রঃ এখানকার কোন সফটওয়্যার এর সত্ত্ব আমার না, সফটওয়্যার গুলো আপনার নিজ দায়িত্তে Install করুন]

পাঁচ ভাইয়ের এক স্ত্রী রাজো!

পাঁচ ভাইয়ের এক স্ত্রী রাজো!


পাঁচ স্বামীকে নিয়ে সন্তান কোলে রাজো ভার্মার -ইন্টারনেট
পাঁচ স্বামীকে নিয়ে সন্তান কোলে রাজো ভার্মার -ইন্টারনেট


রাজো ভার্মার বয়স ২১। তার পাঁচ স্বামী। যারা আপন পাঁচ ভাই। নিয়ম করেই একেক স্বামীর সঙ্গে একেক রাত কাটে রাজোর। রাজোর এক ছেলে। তবে সে জানেই না, পাঁচ ভাইয়ের মধ্যে কে এই সন্তানের পিতা। প্রথম দিকে একটু ঝামেলা মনে হতো, কিন্তু এখন কড়া রোটিন করে নিয়েছি। রাত কাটানোর ব্যাপারে কেউ কারো চেয়ে বেশি সুবিধা পায় না, বলেন রাজো। স্বামীদের একজন গুড্ডুর বয়স ২১। এর সঙ্গেই রাজোর প্রথম বিয়ে হয়। তবে গাঁয়ের রীতি মেনে একে একে বর হিসেবে তাকে মেনে নিতে হয় বাকি চার ভাইকেও। এরা হলেন বাজ্জু ৩২, শান্তরাম ২৮, গোপাল ২৬ ও দীনেশ ১৮। গুড্ডু বললেন, আমরা পাঁচ ভাইই রাজোর সঙ্গে রাত কাটাই। এনিয়ে আমার কোনোই কষ্ট নেই। সবচেয়ে বড় ভাই বাজ্জু বলেন, অন্য ভাইদের মতো আমারও স্ত্রী রাজো। এবং আমরা একসঙ্গেই রাত কাটাই।

 উত্তর ভারতের দেরাদুনে রাজোদের সংসার। দিনভর সে বাড়িতে রান্না-বান্না, ঘরকন্নার কাজ করে। দেখাশোনা করে ছেলে জয়ের। আর স্বামীরা বাইরে কাজে যায়। রাজো জানালেন, এটি তাদের গাঁয়ের প্রাচীন রীতি। তার মায়েরও ছিলো তিন স্বামী। যারা আপন ভাই। বললেন, বিয়ের সময়ই জানতে পারি বরেরা পাঁচ ভাই। পাঁচভাইকেই বর হিসেবে গ্রহণ করতে তখন থেকেই প্রস্তুত ছিলাম। দ্রৌপদীর কাহিনীর সঙ্গে সম্পূর্ণ মিলে যায় রাজো ভার্মার এই জীবন। এ রকম আরো কিছু মজার খবর হলো 

                                                      নিজের সঙ্গে বিয়ে!



কোনো ছেলেকে বিয়ে করলে স্বাধীনভাবে চলতে পারবেন না, এমন আশঙ্কায় নিজেকেই বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের এক নারী। ৩৬ বয়সী এই নারীর নাম নাদিন। বিরল এই বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার নিয়ে ৪০ জন অতিথিও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইয়াহু টিভি। ব্যতিক্রমী এ বিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলেছে। তবে নাদিন বলেন, শিরোনাম হওয়ার জন্য তিনি এমন ঘটনা ঘটাননি। তিনি বলেন, আমার জীবন একটি সুন্দর পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে এবং এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী। আমার জীবনের এ পরিবর্তনের অঙ্গীকারটি সবার সঙ্গে উদযাপন করতে চাই।

গত ছয় বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ও দুই সন্তান তাদের বাবার কাছে চলে যাওয়ার ঘটনা তার জীবনে বেশ যন্ত্রণাদায়ক ছিল বলে জানান তিনি। এরপর তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে থাকেন। নাদিন বলেন, ছয় বছর আগে আমি মদ ও ধূমপানের মধ্যে ডুবে থেকে সবকিছু ভুলে থাকার চেষ্টা করতাম। আমার ওজন প্রায় ২৩ কেজি (৫০ পাউন্ড) বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আমার জীবন অনেক নিয়ন্ত্রিত। নিজেকে সময় দেওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো উপভোগ করেন নাদিন। তাই এখন নিজের জীবন পরিপূর্ণ করতে অন্য কারোর জন্য অপেক্ষা করছেন না বলে জানান তিনি। এর আগে ২০১০ সালের নভেম্বরে তাইওয়ানের নারীদের ওপর বিয়ে করার জন্য সামাজিক চাপের প্রতিবাদ জানিয়ে নিজেকেই বিয়ে করেন চেন ওয়েই-ই। দেশটির জনসংখ্যা বৃদ্ধির স্বল্পহারের কারণে ওই সময় বিয়ে ও সন্তান গ্রহণের ব্যাপারে উৎসাহিত করতে প্রচারণা শুরু করেছিল সরকার।

Saturday, March 23, 2013

রুট করে ইন্সটল করা এপ্পস,গুলি সহজেই তাড়িয়ে দিন আপনার এন্ড্রোয়েড থেকে।

  











আচ্ছালামু আলাইকুম
 কেমন আছেন সবাই? কিছুদিন পরে আবার ফিরে এলাম আপনাদের মাজে। আশা করি  সবাই  ভাল আছেন।
এন্ড্রোয়েড রুট করে যদি কোন সফটওয়্যার ইন্সটল করে থাকেন আর সেটা যদি সাবাভিক ভাবে রিমুভ করতে না পারেন,ধরুন সেটা একটা গেমস বা কোন সফটওয়্যার এখন আপনার কাছে সেটি ভাল লাগছেনা বা মনের মত নয়, তাই আপনি চাইবেন সেটাকে রিমুভ করে দিয়ে জায়গা বাড়াতে বা তার পরিবর্তে আরেকটা ট্রাই করতে। তাই আপনি গেলেন সেটাকে রিমুভ করতে Settings এ গেলেন এবং দেখলেন যে এটাকে রিমুভ করা সম্বভ নয়, সেই এপ্পস,টা মগের মুল্লুকের মত গেড়ে বসে আছে কিছুতেই সে যেন আর যাবেনা । তাই তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে এই সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেন। তবে সব এপ্পস, সফটওয়্যার গুলি সবার মত বেয়াদপ নয়।
undefined
সফটওয়্যার টি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। সাইজ ১৬৪ কেবি মাত্র।
ভাল লাগলে কমেন্ট করবেন
আল্লাহ হাফিজ