Thursday, March 7, 2013

ছেলেদের তুলনায় মেয়েরা স্মার্টফোনের বেশি ভক্ত, ছেলেদের পছন্দ ডেস্কটপ।

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আজ কোন সফট বা, ট্রিক্স নয় বরং আপনাদের সাথে শেয়ার করবো প্রথম আলোর একটি প্রতিবেদন, মানে আই টি নিউজ। আশা করি আপনাদের ভালো লাগবে।
=>>ছেলেদের তুলনায় মেয়েরা স্মার্টফোনের বেশি ভক্ত। সম্প্রতি শিশুদের প্রযুক্তি পণ্যের প্রতি আগ্রহ নিয়ে এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
2013-03-05-08-21-13-5135aaf98e5cc-phone-friend
=>>২০১১ সালে গবেষণা প্রতিবেদনে প্রকাশে স্মার্টফোনের জনপ্রিয়তার খতিয়ানে ৫৮ ভাগ আছে ছেলেদের দখলে ছিল। আর মেয়েরা দখলে ছিল ৪২ ভাগ জনপ্রিয়তা। কিন্তু বর্তমানে তার অনেক পরিবর্তন ঘটেছে। এখন ছেলেদের তুলনায় মেয়েরা অনেক আগে রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান মিনটেলের করা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে,
  • =>>সাত থেকে ১৫ বছর বয়সী মেয়েরা স্মার্টফোনের ভক্ত বেশি।
  • =>>ছেলেদের তুলনায় মেয়েরা স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ ও এমপিথ্রি পছন্দে এগিয়ে রয়েছে।
  • =>>ছেলেদের পছন্দ হচ্ছে ডেস্কটপ কম্পিউটার।
মিনটেলের গবেষক স্যামুয়েল গি এ প্রসঙ্গে জানিয়েছেন,যেসব প্রযুক্তিপণ্য মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ায় সেগুলো পছন্দ করে মেয়েরা আর ছেলেদের পছন্দ বিনোদনের উপযোগী পণ্যগুলো।
গবেষণায় আরও দেখা গেছে,
  • =>>৪৫ শতাংশ মেয়েদের কাছে পছন্দের পণ্য হচ্ছে স্মার্টফোন।
  • =>>ছেলেদের ক্ষেত্রে স্মার্টফোন পছন্দের পণ্য হচ্ছে   ৩৫ শতাংশ।
  • =>>কখনও স্মার্টফোন ব্যবহার করেনি এমন শিশুদের হার প্রায় ১৫ শতাংশ।
আরেকটি পরিষ্কার উদাহরণ দেখলে, আপনার মাথায় Clear Cut কথা বুঝে যাবেন। গত জানুয়ারি মাসে Amazon এ Customar প্রোফাইল দেখলে বুঝবেন, ছেলেরা আগে না মেয়েরা।
male-female-chart-1 (FILEminimizer)
=>>আরও উল্লেখ্য, গত ডিসেম্বরে মোবাইল ফোনের মাধ্যমে সর্বাধিক জনপ্রিয় সাইট হিসেবে ৫ কোটি ৩০ লাখ ঘণ্টা ফেসবুক ব্রাউজ করা হয়। যার অধিকাংশ ভাগীদার মেয়েরা।
গবেষকেরা জানিয়েছেন, তাঁদের গবেষণার সময় অধিকাংশ অভিভাবক মন্তব্য করেছেন যে, শিশুদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত এবং তা ব্যবহার করতে শেখানোর বিষয়টি গুরুত্বপূর্ণ।
(অবলম্বন- প্রথম আলো)
=========================================================
অবশ্যই comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
=========================================================
facebook-content-banner
অবশ্যই ফেসবুকে ফ্যান পেজ—  https://www.facebook.com
ফেসবুকে আমাকে পাবেন– https://www.facebook.com/Riaj121bd
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
রিয়াজ121 বিডির সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————


Post Comment

No comments: