Thursday, March 21, 2013

সরাসরি ফেসবুক বা অনান্য সাইটে ছবি আপলোড করা


ফেসবুক, ফ্লিকআর, টিনিপিক, ওলফল বা ইমেজশ্যাকে ছবি আপলোড করতে ওয়েব সাইটে ঢুকে লগইন করে আপলোড করতে হয়। কিন্তু একটি সফটওয়্যার দ্বারা উক্ত ওয়েব সাইটগুলোতে না ঢুকে যদি ছবি আপলোড করা যায় তাহলে কেমন হয়! রাইটলোড সফটওয়্যার দ্বারা সহজেই এসব সাইটে ছবি আপলোড করা যায়। এজন্য

Downloads

Normal installer (Windows 32bit/64bit):
Download Rightload 2.0.1 setup!
Portable version (Windows 32bit/64bit):
Download Rightload 2.0.1 portable!
Link থেকে ৩.৩৩ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করার সময় অতিরিক্ত প্রায় ২.৬ মেগাবাইট ডাউনলোড হবে। এবার যে ছবিটিগুলো আপলোড করতে চাচ্ছেন তার নির্বাচন করে মাউসের ডান বাটন চেপে Upload to Right load এ ক্লিক করে যে সাইটে আপলোড করতে চান তাতে ক্লিক করুন। তাহলে সফটওয়্যারটি চালু হবে এবং প্রথমবার লগইন এবং এই এ্যাপলিকেশনটিকে অনুমতি দেবার প্রয়োজন হবে। এবার ছবিগুলো আপলোড হবে এবং শেষ হবার পরে ম্যাসেজ আসবে।

Post Comment

No comments: