Wednesday, March 6, 2013

শাহবাঘ থেকে নাটকের মঞ্চ সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

 শাহবাঘ থেকে নাটকের মঞ্চ সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

শাহবাগ চত্বর খুলে দিতে সরকারকে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।  নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ চত্বর জনসাধারণের চলাচলের জন্য খুলে দিতে নোটিসে তিনি আহ্বান জানান। অন্যথায় উচ্চ আদালতে আইনের আশ্রয় নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। জনসাধারণের চলাচল বিঘিœত হওয়ার প্রোপটে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, পুলিশের আইজি, র‌্যাবের মহা-পরিচালক (ডিজি), ঢাকা সিটি কর্পোরেশন দেিণর প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), শাহবাগ থানার ওসিকে ডাক মারফত এই নোটিস দেয়া হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিস দেন। নোটিসে বলা হয়, গত ৫ ফেব্র“য়ারি থেকে জনসমাবেশ করার কারণে শাহবাগ চত্বরের জনগুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রয়েছে। জনগণের স্বাভাবিক চলাচলে নিশ্চয়তা সংবিধান স্বীকৃত অধিকার। নোটিসে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের উদ্ধতি দিয়ে বলা হয়েছে, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এছাড়া সরকারী চলাচলের রাস্তা বন্ধ করে যেকোনো ধরনের সভা সমাবেশ করা ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ সালের অধ্যাদেশের পরিপন্থী।
শাহবাগ এলাকার চারপাশে বারডেম হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় যাদুঘর, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিদ্যমান। প্রতিদিন এই রাস্তা বন্ধ থাকায় অফিসগামী যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন এবং জরুরি চিকিৎসার জন্য আসা রোগীরা চিকিৎসা সেবা নিতে পারছেন না। এই অবস্থায় নোটিস প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ চত্বরের রাস্তাটি জনসাধারণের চলাচলে উন্মুক্ত করে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় আইনের আশ্রয় নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

সূত্র : দৈনিক নয়াদিগন্ত

Post Comment

No comments: