Friday, March 22, 2013

এবার খুব সহজেই ডাউনলোড করুন ফেসবুকের সম্পূর্ণ এ্যালবাম!









ইন্টারনেট ব্যবহার করেন মাগার ফেসবুক ব্যবহার করেন না এমন লোক কি এই দুনিয়ায় আছে? তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুক সম্পর্কিত একটি মজার পোস্ট। অনেক সময় দেখা যায় ফেসবুকে নিজের ফটো গুলো বা অন্য কোন বন্ধুর ফটো গুলো ডাউনলোড করার দরকার পরে পড়ে। তখন যদি এক একটি ফটো করে অ্যালবামের সব ফটো গুলো ডাউনলোড করা হয় তাহলে খুব দেরি হয় এবং তা খুব কষ্টকর। তাহলে কিভাবে করবেন?
আসুন দেখে নিন কিভাবে করবেনঃ
১) এই কাজটি করতে প্রথমে আপনাকে আপনার ফায়ার-ফক্স ব্রাউজারে একটি অ্যাড-অন যোগ করতে হবে।
২) অ্যাড-অনটি ইনিস্টল করতে এখানে ক্লিক করুন।
৩) এবার ব্রাউজার রিস্টার্ট করুন।
৪) আপনি যে ফটো অ্যালবামটি ডাউনলোড করতে চান তাতে যান।
৫) এবার অ্যালবামের যেকোনো স্থানে রাইট বাটন চাপুন এবং Download this facebook album এ ক্লিক করুন।
৬) এবার কোন ফোল্ডারে ফটো গুল ডাউনলোড হবে তা সিলেক্ট করুন।
৭) দেখুন ফটো গুলো ডাউনলোড হচ্ছে!
এভাবে আপনি ইচ্ছা করলে যেকোনো ফেসবুক ফটো এ্যালবাম খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ও কম্পিউটারে রেখে দিতে পারবেন। :)
সবাইকে ধন্যবাদ।

Post Comment

No comments: