Friday, March 15, 2013

স্কাইপি ব্যবহারে সতর্ক হোন




undefined


স্কাইপ ব্যবহারের সময় হঠাৎ করেই চলে আসতে পারে ‘lol is this your new profile pic?’ -এই ইনস্ট্যান্ট মেসেজটি। মেসেজটিকে ক্লিক করলে ব্যবহারকারীর অজান্তেই ডাউনলোড হবে একটি ট্রোজান হর্স ম্যালওয়্যার ফাইল।
ম্যালওয়্যারটি কম্পিউটারের সিকিউরিটি সিস্টেমে একটি ব্যাকডোর তৈরি করে; যা ব্যবহার করে হ্যাকাররা দখল করে নিতে পারবে কম্পিউটারের নিয়ন্ত্রণ।
সোশাল মিডিয়া আক্রমণের জন্য কুখ্যাত ‘ডার্কবট’ ম্যালওয়্যারের সঙ্গে নতুন ম্যালওয়্যারটির মিল আছে বলে জানিয়েছে ইন্টারনেট সিকিউরিটি স্পেশালিস্ট সোফোস।
ম্যালওয়্যারটি নিয়ে এক বিবৃতিতে স্কাইপ জানিয়েছে, ‘ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নতুন ম্যালওয়্যারটির ব্যাপারে আমরা জানি এবং এই সমস্যা সমাধানে কাজ করছি আমরা।’ওই বিবৃতিতে ম্যালওয়্যার আক্রমণ এড়াতে ব্যবহারকারীদের স্কাইপ সফটওয়্যারের নতুন ভার্সন এবং কম্পিটারের সিকিউরিটি সিস্টেমটি আপডেট করে নেবার পরামর্শ দিয়েছে স্কাইপ কর্তৃপক্ষ।অতএব সাবধান। এমন কোন লিংক আসলে ভুলেও ক্লিক করবেন না।

Post Comment

No comments: