Tuesday, July 23, 2013

ফেসবুকে নিজের প্রোফাইল সার্চমুক্ত রাখা

ফেসবুকে নিজের প্রোফাইল সার্চমুক্ত রাখা


কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে ভালই আছেন।
ফেসবুকে ইমেইল ঠিকানা কিংবা নাম দিয়ে সার্চ করলে প্রোফাইল দেখানোর পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দেয়। আপনি চাইলে আপনার প্রফাইল এই সার্চ থেকে বাইরে রাখতে পারেন। এতে শুধু বন্ধু এবং বন্ধুর বন্ধুদের সার্চ করার সুযোগ দিতে পারেন অথবা পুরোপুরি বন্ধু করে দিতে পারেন। এ জন্য Settings থেকে Privacy Settings-এ যান। এবার Search-এ ক্লিক করে Search Visibility অংশে কারা ফেসবুকে আপনাকে সার্চ করে পাবে, তা নির্বাচন করুন। আর সার্চে আপনার কি কি তথ্য দেখাবে, তা নির্বাচন করুন Search Result Content থেকে। অন্যান্য সার্চ ইঞ্জিনে না দেখাতে চাইলে Public Search Listing-এ আনচেক করুন।
আমাকে বন্ধু হিসেবে অ্যাড করতে পারেন আমার ফেসবুক লিঙ্ক
আমার পেজে হিসেবে Like করতে পারেন আমার ফেসবুক লিঙ্ক

Post Comment

No comments: