এবার এন্ড্রয়েড ফোনে প্রয়োজনীয় ফাইল লক করুন
মহান করুনাময় আল্লাহর তায়ালার নামে শুরু করছি।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করলাম। আশাকরি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন।আজ আমি যে এপসটি শেয়ার করবো তার নাম হলঃ FileLocker.
নামে নয়, কাজেই পরিচয়।
অনেক সময় আমাদের স্মার্ট ফোনের মেমরীতে আমরা অনেক ফাইল বা ডকুমেন্ট সংরক্ষন করে থাকি। যেগুলো অনেক মুল্যবান, গোপনীয়ও হতে পারে।
যেগুলো আড়ালে থাকা প্রয়োজন, সেগুলী নিজের পছন্দ মত পাসওয়ারড দিয়ে লক করে রাখি।
প্রথমে এখান থেকে ডাউনলোড করি।
তারপর দেখি এটি কিভাবে কাজ করে তা স্ক্রীণশট দেখেই বুঝি।
প্রথমে এটি ইন্সটল করে ওপেন করি এবং ফাইল নিরবাচন করি, যে ফাইলটি লক করতে চাই।
প্রতিটি ফাইলের ডান পাশে লক/আনলক বাটন আছে।
লক/আনলক বাটনে ক্লিক করলে পাসওয়ারড চাইবে। তার আগে আপনার পছন্দ মত একটি পাসওয়ারড দিয়ে রাখুন।
এরপর আপনার মনমত লক/আনলক করুন যখন প্রয়োজন হবে।
আজ এই পরযন্তই, শরীরট বেশী ভালনা, কেমন যেন ব্যাথা অনুভব হচ্ছে। যদি কোন ভুলত্রুটি থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার ফেসবুক…
No comments:
Post a Comment