আমি আজ আপনাদের যে সফটওয়ারটির কথা বলব সেটা হলো Word থেকে Pdf ডকুমেন্টে কনভার্টার।আমাদের অনেক সময় Word থেকে Pdf কনভার্ট করা প্রয়োজন হয়।এধরণের অনেক সফটওয়ার পাওয়া যায়। অনেকের কাছে হইতো আছে এই সফটওয়ারটি।কিন্তু ট্রায়াল ভার্সন।তাই লাইসেন্স যুক্ত এই সফটওয়ারটি যাদের কাছে নেই তাদের জন্যই আমার আজকের এই টিউন।এটির সাহায্যে আপনি আপনার খুব সহজেই Word ফাইলকে Pdf ডকুমেন্টে কনভার্ট করতে পারেন।তার জন্য সফটওয়ারটি ডাউনলোড করে সেট আপ করে নিন। তারপর যে ফাইলটি PDF এ রূপান্তর করবেন তা Open করুন। তার পর print key তে click করুন। printer select Box থেকে Pdf creator select করুন।ফাইল টে কোন জাগায় save করবেন তা select করুন। এবং print key তে click করুন।ব্যস হয়ে গেল।
No comments:
Post a Comment