Tuesday, June 25, 2013

উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন। (পদ্ধতি-২)

উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া 

আসসালামু আলাইকুম,
আজ সেসব CD/DVD ড্রাইভ হারিয়ে অসহায় কম্পিউটারপ্রেমিকদের জন্য ২য় পদ্ধতির পোস্ট করছি। ১ম পদ্ধতিতে অনেকে ঠিক করতে পেরেছেন আবার অনেকে ব্যর্থ হয়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই, হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ আইকন FIX করতে আপনাদের জন্য রয়েছে ২য় পদ্ধতিতে শেখার সুযোগ!! 
তাহলে আজ আপনাদের ৫টি পদ্ধতির মধ্য থেকে পদ্ধতি-২ অনুযায়ী উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনা শেখাবো। ভালো ভাবে মনোযোগ দিন, আজ নয় তো কাল কাজে লাগবে।


সমস্যা সমাধান– ***কম্পিউটারে CD/DVD ড্রাইভ লাগানো সত্ত্বেও এক্সপ্লোরারে ড্রাইভ আইকন দেখা যায় না কিম্বা CD/DVD সাপোর্ট নেয় না। এমন সমস্যায় জর্জরিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকে windows 7/8 ইন্সটল করার পর দেখা যায় হার্ডডিস্ক দেখা গেলেও CD/DVD ড্রাইভ আইকন দেখা যায় না। আবার অনেকের এই সমস্যা নানা কারণে ঘটে থাকে। CD/DVD ড্রাইভ লাগানো থাকলেও DVD সাপোর্ট বা, আসে না। ফলে এই বিপদ থেকে বাঁচার জন্য নতুন উইন্ডোজ দেওয়ার একটি মাত্র রাস্তাও বন্ধ হয়ে যায়। এতে দারুণ ফ্যাসাদে পড়ে যায় অনেকে! আর এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব ছোট্ট কিছু কাজ সারার মাধ্যমেই!***
পদ্ধতি-২
~হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ উদ্ধার করুন নিচের স্টেপগুলোর মাধ্যমে~

পদ্ধতি- ১ অনুযায়ী যদি আপনি  “UpperFilters” and “LowerFilters” কি দুটি রেজিট্রিতে খুঁজে না পান, তাহলে পদ্ধতি নং-২ অনুযায়ী কাজ করুন–
  • প্রথমে windows key+R চেপে RUN ওপেন করুন। 
images
  • এখন run এর ডায়লগ বক্সে  regedit  লিখে Enter করুন।
run
  • এখন Registry Editor ওপেন হবে।
  • তারপর নিচের সূত্র অনুযায়ী ঢুকুন–
HKEY_LOCAL_MACHINE\

SYSTEM\

CurrentControlSet\

Services\

atapi\

  •   atapi এ যদি Controller0 নামের কোন  key না দেখতে পান তাহলে Controller0 নামের নতুন একটি key তৈরি করুন। [ নিচের ছবির মত ]
dvd (2)
  •   Controller0 key তৈরি করার পর ডানদিকের ফাঁকা জায়গায়  ক্লিক করে new >DWORD(32 bit) এ ক্লিক করে ‘ EnumDevice1 ‘ নামের একটি key  তৈরি করুন।
  •  EnumDevice1 নামে ডাবল ক্লিক করে নিচের মত value data 1 দিন এবং OK করুন।
dvd (1)
  • সব কাজ শেষে আপনার এডিটিং নিচের ছবির মত দেখাবে।
dvd (3)
  • অবশেষে রেজিট্রি ক্লোজ করুন এবং PC রিস্টার্ট দিন।
  • এখন উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভটা এক্সপ্লোরারে দেখতে পারবেন।
  • ব্যাস! আপনার দুশ্চিন্তার সমাধান হয়ে গেল।

আজকের পদ্ধতির মাধ্যমে আশা করছি, অসহায়দের কাজের সমাধান হয়ে যাবে। যদি কেউ উপরের সমাধান অনুযায়ী সফলতা না পান, তাহলে চিন্তা করার কোন কারণ নেই। ড্রাইভের বিভিন্ন সমস্যার বিভিন্ন সমাধান আছে, আর বাকি ৩টা পোস্ট তো আছেই!
পোস্টের কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।এবং আজকের পোস্টটি আপনাদের কেমন লাগলো, সেটাও মন্তব্য করে বলবেন। ধন্যবাদ।
ফেসবুক পেজে আমন্ত্রণ রইলো :https://www.facebook.com/riaj121bd
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।।
আপনাদের জন্য শুভ কামনা রইলো।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

======================================================
উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন।
(পদ্ধতি-১)
======================================================

Post Comment

No comments: