Tuesday, June 11, 2013

|| সাপ্তাহিক || কম্পিউটার প্রযুক্তি বাজারের দর-দাম জেনে নিন…

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। প্রতি সপ্তাহেই তো প্রযুক্তি বাজারের আপডেট দেওয়া হয়, আজ একটু দেরি হয়ে গেল। প্রতি সপ্তাহের মত প্রযুক্তি বাজার সম্পর্কে নিজের কিছুটা ঝালিয়ে নিতে পারেন সবাই। ঢাকার প্রযুক্তি বাজারে প্রসেসরের দাম কমেছে। ক্রেতাদের ভিড় তেমন একটা দেখা যায়নি। বিক্রেতারা জানান, ক্রেতা কম থাকায় বেচাকেনা ভালো হচ্ছে না। আর অবশ্যই যারা কম্পিউটার বা যন্ত্রাংশ কিনবেন তাদের তো ১০০% কাজে লাগবে সাথে প্রযুক্তি বাজারের ধারণা মাথায় ঢুকাতে সুবিধা হবে। :P
( অবলম্বন- প্রথম আলো এবং সংগ্রহ- রিয়াজ উদ্দিন )

|| প্রসেসর দাম কমেছে ||

 asert (1)
 ===================================================================
প্রসেসর:
  • ইন্টেল কোর আই-৩ ৩.৩০ গিগাহার্টজ (গি.হা) ৯,৬০০; সেলেরন ১.৮ গি.হা ২,৫০০; কোর আই-৫ ৩.২ গি.হা ১৬,২০০ ও কোর আই-৭ ৩.৪০ গি.হা ২৬,৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়াল কোর ২.৮ গি.হা ৫,২০০ টাকা।
===================================================================
মাদারবোর্ড:
  • গিগাবাইট জিএ৪১এমটি-এসটুপি ডিডিআরথ্রি ৫,২০০; জি৪১এম কমবো ৫,১০০; এইচ৬১এম ৫,২০০ ও জিএ-এইচ৭৭ কম্বো ১০,৪০০ টাকা। ইন্টেল ডিজি৪১আরকিউ ৪৫০০ ও ডিজি৪১ডব্লিউভি ৫০০০। ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৭০০ ও জি-৬১এমএক্সই ৪,৮০০ টাকা।
===================================================================
র‌্যাম:
  • ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা) ১,৫৫০ টাকা। এডেটা ৪ গি.বা ২,৪০০ টাকা। ট্রানসেন্ড ২ গি.বা ১,৬৫০ টাকা।
===================================================================
হার্ডডিস্ক ড্রাইভ:
  • ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা ৪,৮০০ টাকা। হিটাচি ৫০০ গি.বা ৪,৭০০ ও ১ টেরাবাইট ৬,০০০ টাকা। স্যামসাং ৩২০ গি.বা ৩,৭০০ টাকা।
===================================================================
এলসিডি মনিটর:
  • স্যামসাং ১র্৭র্ স্কয়ার ৯,৬০০ ও ১র্৮র্ ওয়াইড ৮,১০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,০৫০ টাকা। ডেল ১র্৭র্ ৮,৫০০ টাকা। এলজি ১র্৬র্ ৬,৫০০ ও ২র্০র্ ১০,০০০ টাকা। আসুস ১৮.র্৫র্ ৮,৩০০ টাকা, ২১.র্৫র্ ১৪,০০০ টাকা।
===================================================================
এলইডি মনিটর:
  • স্যামসাং ১৮.র্৫র্ ৭,৮০০ ও ২র্৭র্ থ্রিডি ৬২,৫০০ টাকা।
===================================================================
গ্রাফিকস কার্ড:
  • গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা ৪,০০০ টাকা। গিগাবাইট ৫৪৫০ ১ গি.বা ৩,৪০০ টাকা। আসুস ইএন২১০ ১ গি.বা ৩,২০০ টাকা।
===================================================================
ডিভিডি রাইটার/রি-রাইটার:
  • স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা। আসুস ১৬এক্স ১,৩৫০ টাকা, ২০ এক্স ১,৮০০ টাকা।
===================================================================
কেসিং:
  • স্পেস ২,২০০ থেকে ৩,৫০০ টাকা। ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ টাকা। গিগাবাইট ২,১০০ টাকা ও মারকারি ১,৬০০ থেকে ১৮০০ টাকা।
===================================================================
মাউস:
  • এফোরটেক ৩০০ থেকে ২,২০০ টাকা। লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা।
===================================================================
কি-বোর্ড:
  • ২০০ থেকে ২,৮০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা।
===================================================================
স্পিকার:
  • মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।
===================================================================
পেনড্রাইভ:
  • ট্রানসেন্ড ৪ গি.বা ৪৫০; ৮ গি.বা ৫৫০; ১৬ গি.বা ১০০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা ৪৮০; ৮ গি.বা ৫০০ টাকা। এডেটা ৪ গি.বা ৪৫০; ১৬ গি.বা ৯০০ টাকা। ভেরিকো ৪ গি.বা ৫০০, ৮ গি.বা ৭০০।
===================================================================
মডেম:
  • মোবিডেটা এজ ১০০ইইউ ২,৬০০। সনি এরিকসন জিসি৮৯ ৪,২০০ টাকা। টেকনো টিএম০০৮ ২২০০ টাকা।
===================================================================
টিভি কার্ড:
  • এভারমিডিয়া ইন্টারনাল ৩,১০০; এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৬০০ টাকা। রিয়েলভিউ ১,৬৫০ টাকা। গেডমেই ১,৫০০ টাকা।
===================================================================
প্রিন্টার:
  • ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা, এমপি-২৮৭ ৬,২০০; এলবিপি-৩৩০০ ১১,৫০০ টাকা। এইচপি ডি-১০০০ ২,৬০০; লেজার পি-১১০২ ৭,৯০০ টাকা। এপসন এম-১২০০ ৭,২০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৭০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা।
===================================================================
বহনযোগ্য হার্ডডিস্ক:
  • ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,৩০০; ৭৫০ গি.বা ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০ টাকা।
===================================================================
ইউপিএস:
  • পাওয়ার টেক ৬৫০ভিএ ২৮০০ টাকা, অ্যাপোলো ৬৫০ভিএ ২৮৫০, ১২০০ ভিএ ৫,০০০ টাকা। ডিজিটাল এক্স ৬৫০ ভিএ ২,৯০০, প্রোলিংক ৬৫০ভিএ ২৮০০ টাকা, প্রোলিংক ৬৫০ ভিএ ২৮০০ টাকা।
===================================================================
===================================================================
->>ঢাকার প্রযুক্তি বাজারে প্রসেসরের দাম কমেছে। ক্রেতাদের ভিড় তেমন একটা দেখা যায়নি। বিক্রেতারা জানান, ক্রেতা কম থাকায় বেচাকেনা ভালো হচ্ছে না।
->>এই দাম-দর ঢাকা শহরের বাজার কম্পিউটার থেকে নেওয়া। আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন, তাহলে দাম সর্বোচ্চ ১০০ টাকা বেশি হতে পারে। আর সম্পূর্ণ পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।
===================================================================
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
===================================================================
ফেসবুকে  LIKE দিয়া যান —  www.facebook.com/riaj121bd
ফ্যান পেজে LIKE  দিয়ে আমাদের নতুন পোস্টের তথ্য এবং লিংক পাবেন।

Post Comment

No comments: