Thursday, May 30, 2013

আপনাদের জন্য নিয়ে এলাম তিনটি অতি প্রয়োজনীয় ফ্রি সফটওয়্যার

আপনাদের জন্য নিয়ে এলাম তিনটি অতি প্রয়োজনীয় ফ্রি সফটওয়্যার

আশা করি সবাই ভাল আছেন। বহুদিন পর আবার লিখতে বসছি, বেশ ভাল লাগছে।
যাই হোক আজ আপনাদের জন্য তিনটি দারুন কাজের সফটওয়্যার এনেছি। আশা করি আপনাদের ভাল লাগবে এবং কাজেও লাগবে। মাইক্রোসফট থেকে আমরা সাধারনত যে তিন তি সুবিধা পাই না তা হল অ্যালার্ম, স্টপ ওয়াচ ও টাইমার। আকমার আজকের সফটওয়্যার তিন টি এই সুবিধাই প্রদান করবে। সফটওয়্যারগুলি হল: Free Alarm Clock, Free Stopwatch ও Free Countdown Timer. মোবাইলে এই গুলি আমরা ব্যাবহার করে অভ্যস্ত তাই ব্যাবহার বিধি নিয়ে কিছু লিখলাম না। খুব একটা বড় সাইজের নয়, তাই নির্দ্বিধায় ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
Links:
Free Alarm Clock
Free Stopwatch
Free Countdown Timer

আজকের মত এই টুকুই, আপনাদের কাজে লাগলে আনন্দিত হব।


সিম্বিয়ান মোবাইল ব্যাবহার কারিদের জন্য দারুন একটি সফটওয়্যার

সিম্বিয়ান মোবাইল ব্যাবহার কারিদের জন্য দারুন একটি সফটওয়্যার – যার সাহায্যে সহজেই স্কিন সুট নিতে পারবেন ।

সকলে আমার সালাম নিবেন । আশা করি সকলে ভাল আছেন । সকেলে সবর্দা ভাল থাকবেন সেই কামনা করি ।
আজ সিম্বিয়ান মোবাইল ব্যাবহার কারিদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটি সফটওয়্যার । অনেকেই হয়ত এই সফটওয়্যারটি ব্যাবহার করেছেন । অথবা এখন ও ব্যাবহার করছেন । সফটওয়্যারটি নাম হচ্ছে Screensnap .
নাম দেথে হয়ত অনেকেই বুঝে গেছেন সফটওয়্যারটির কি কাজ । যারা এখনও বোঝেন নি তাদের বলছি এই সফটওয়্যারটির কাজ হচ্ছে Screen Shoot নেওয়া ।
এটার সাহায্যে আপনি আপনার ফোনে উপস্থিত যে কোন কিছুর ছবি তুলতে পারবেন । নিচের ছবিটি দেথুন –

সফটওয়্যারটির সাইজ থুব ছোট । যারা যারা সফটওয়্যার টি ডাউনলোড করতে চান তারা এখনই ক্লিক মারুন এখানে –
Download Screensnap S60 v3 & v5
Download Screensnap S60 v2

সফটওয়্যারটি ডাউনলোড শেষে আপনার মোবাইলে ইনস্টল করুন । তারপর ওপেন করে অপশন থেকে নিজের ইচ্ছামত সেটিং করে নিবেন ।



CCleaner Professional Edition 4.02 (লেটেস্ট এবং ফুলভার্সন)

CCleaner Professional Edition 4.02 (লেটেস্ট এবং ফুলভার্সন)


আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আবারও বিরতি রেখে পোস্ট করছি। কিছুক্ষণ আছে আমাদের সাইট ডাউন করার চেষ্টা করেছিল কিছু কতিপয় হ্যাকার, ফলে আপনারা অনেকেই সাইটে ঢুকতে পারছিলেন না। এমন অবস্থার সৃষ্টির জন্য আমরা আন্তরিক দুঃখিত।  আশা করি এসব সমস্যা কাটিয়ে উঠে নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো। আজ একটা পোস্ট করছি যা, আপনাদেরা কাছে অনেক লোভনীয়। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজ রনি ভাইয়ের অনুরোধে এবং নতুনদের জন্য CCleaner নিয়ে আদি-অন্ত আলোচনা করবো।এবং আপনাদের জন্য ২৯.৩৫ ডলারের প্রিফর্ম কোম্পানির  CCleaner Professional 4.02 সফটওয়্যারটা একদম ফ্রী দেবো।


CCleaner কি? (রনি ভাইয়ের অনুরোধে :D )

প্রতিদিন আমাদের PC তে আমাদের অজান্তেই জমা হয় হাজারো অপ্রয়োজনীয় বা junk ফাইল। টেমপোরারি ইন্টারনেট ফাইল, অকেজো কুকি, অকেজো ও অব্যবহৃত রেজিস্ট্রি কী সহ আর অনেক। ফলাফল slow পিসি আর প্রিয় পিসি টিকে বকাঝকা। উইন্ডোজের অন্যান্য বিল্টইন ইউটিলিটি এর মত Disk Cleanup Utility টি এসব junk ফাইল ঠিক মত ক্লিন করতে পারে না। কিছুটা দায় সারার মত কাজ করে আর কি। তাই পরিস্কার পরিচ্ছনতার এই কাজের জন্য প্রয়োজন একটি দক্ষ সফটওয়্যারের। Piriform এর তৈরি এরকমই একটি (Freewarwe) ফ্রিওয়্যার এর নাম CCleaner.
Ccleaner মানে Crap Cleaner. এটি পিসির আনাচে-কানাচে থেকে সকল অপ্রয়োজনীয় ফাইল, কুকি, টেমপোরারি ফাইল ইত্যাদি খুঁজে বের করে আনে এবং অপ্রয়োজনীয় রেজিস্ট্রি কী, বিভিন্ন সফটওয়্যার দ্বারা সৃষ্ট আবর্জনা এক ক্লিকেই সেগুলো পরিস্কার করে দেয়। এছাড়া এই ৪.১৮ মেগাবাইটের ডিক্স ক্লিনিং ইউটিলিটি সফটওয়্যার এর সাথে রয়েছে আরও ৭টি টুল– Registry Cleaner, Uninstaller, Startup Manager, System Restore,Drive Wiper, File Finder, Monitoring. এছাড়া Startup Manager তে আরও সুবিধা বাড়ানো রয়েছে। সেখানে আপনি সকল কিছুর Startup নিয়ন্ত্রণ করতে পারবেন, যেমন– উইন্ডোজ, ওয়েব- ব্রাউজার অ্যাড-অন্স, সিডিউল টাস্ক, কনটেক্সট মেনু ইত্যাদি।।

CCleaner কতটি এডিশন আছে?
Piriform কোম্পানির তৈরি  CCleaner এর তিনটি editi on রয়েছে। যথাঃ-
১. CCleaner Freeware Edition——– মূল্য= একদম মাগনা/ফ্রী!
২. CCleaner Professional  Edition– মূল্য= ২৯.৩৫ ডলার।
৩. CCleaner Busness Edition——— মূল্য= ৬৫.৫০ ডলার।

CCleaner Professional  Edition
আজ আপনাদের জন্য থাকছে, একদম ফ্রী মাল- CCleaner Professional  Edition- 4.02.4115 লেটেস্ট ভার্সন। আগে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, তারপর CCleaner কে আমারা Professional  Edition এ আনবো। তাই প্রথমেই ডাউনলোড করতে ভুলবেন না।
download
http://www.sharebeast.com/27f80ss2h12g

=>কিভাবে CCleaner কে Professional  Edition করবেন??
আগেভাগেই উপরের CCleaner-4.02 ডাউনলোড করে নিন। তারপর আমরা পরের কার্যক্রম শুরু করবো। Professional  Edition পেতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  • ডাউনলোড করার পর আপনার ইন্টারনেট ডিস-কানেক্ট বা, বন্ধ করে নিন। [না করলে কিন্তু হবে না!!]
  • এখন CCleaner-4.02 সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • এখন CCleaner-4.02 সফটওয়্যারটি ওপেন করুন।
  • তারপর OPtions>About এ যান—
ccleaner (3)
  • উপরের ছবির মত ”Upgradeto Pro” তে ক্লিক করুন।
  • এখন নিচের ইউজার নেম ও লাইসেন্স কি কপি করে বসিয়ে দিন—
Name ………..:     Registered User
License Key ….:  CBB4-FJN4-EPC6-G5P6-QT4C
ccleaner (1)
  • ঠিকমত ইউজার নেম ও লাইসেন্স কি বসিয়ে ‘Register’ এ ক্লিক করুন।
  • ব্যাস! এরপর এটি CCleaner Professional  Edition- 4.02 এ রূপান্তরিত হবে।
  • একেবারে, নিচের ছবি দেখে আন্দাজ করে নিন :D :D :D
ccleaner (2)

আবারো বলছি, ইউজার নেম ও লাইসেন্স কি ইন্সটল করার সময় নেট কানেক্টশন বন্ধ রাখবেন, না হলে আপনার প্রিয় CCleaner টা Professional  Edition হতে পারবে না, এজন্য এসব বিষয়ে খেয়াল রাখবেন। ইউজার নেম ও লাইসেন্স কি ইন্সটলে যদি কারও সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকেই জানাবেন। তাহলে আমি ক্র্যাক নিয়ে পরবর্তী পোস্ট করবো।
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
————আল্লাহ্‌ হাফেজ————

আপনার উইন্ডোজ ৭ কে করে ফেলুন উইন্ডোজ ৮ ।

আপনার উইন্ডোজ ৭ কে করে ফেলুন উইন্ডোজ ৮ ।

 আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আমার অনেকেই উইন্ডোজ ৭ ব্যবহার করি কিন্তু ইছে থাকালেও নানা কারনে আমারা অনেকে এখুন উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারছি না  তাই আজ আমারা একটু চেষ্টা করবো উইন্ডোজ ৮ ইন্সটল না করেও কিছুটা হলেও তার স্বাদ নিতে । তো চলুন Windows 8 Transformation Pack ব্যবহার করে নিজের উইন্ডোজ ৭ কে করে ফেলি উইন্ডোজ ৮ , সফটওয়্যার টি ডাউনলোড করতে নীচে যান ।        


* মিডিয়া ফায়ার লিঙ্ক থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

* সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন । এটি একটি সফটওয়্যার তাই রিমুভ করলে আবারও আপনার উইন্ডোজ ৭ এ ফিরে যেতে পারবেন তাই এটি ইন্সটল করতে কোন ভয়নেই ।


* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । আর আমার এই পোস্ট টি আপনাদের ভাল লাগলে একটি মন্তব্য করে জানাবেন । আল্লা হাফেজ ।


 

Wednesday, May 29, 2013

দেশ বিদেশে ফ্রি কল করুন ২৪ ঘণ্টা আপনার মোবাইল দিয়ে।



                                                            fring-1-300x300কি বিশ্বাস হচ্ছে না ? আজ আপনাদের এমন একটি টিপস শেয়ার করবো যা দিয়ে বৎসরে ৩৬৫ দিন মাসে ৩০ দিন সপ্তাহে ৭ দিন ও দিন রাত ২৪ ঘণ্টা আপনার মোবাইল দিয়ে ফ্রি ফোন করতে পারবেন । এজন্য প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ সহ নিচের যেকোন অপারেটিং সিস্টেমের মোবাইল সেট যেকোন ব্যান্ডের হলেই চলবে।
1. iOS version 4 and above
2. Android version 2.2 and above
3. Symbian version 9.2 and above
আর যদি আপনি 3জি বা ওয়াইফাই জোনে থাকেন তাহলে বিনামূল্যে ভিডিও কল ও করতে পারবেন ।
এজন্য প্রথমে আপানার মোবাইলের অরজিনাল ব্রাউজার দিয়ে http://www.fring.com যান ।
(মনে রাখবেন অপেরা মিনি বা অন্য কোন ব্রাউজার দিয়ে কাজ হবে না ।)
তারপর ছোট ফ্রিং সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার হ্যান্ডসেটে ইন্সটল করে নিন ।
তারপর ওপেন করলে আপনার পছন্দ মত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নেক্সটএ জান তারপর আপনার মোবাইল নাম্বার দিন দেশের কোড নাম্বার সহ এবার নেক্সট ক্লিক করলে অটো লগন হয়ে যাবে ।

তারপর অপশন থেকে Manage buddy থেকে আপনার পছন্দের উইজার নেম অ্যাড করুন ।
তারপর উনাকে একসেপ্ট করতে বলুন , তারপর উনার আইডির উপর ক্লিক করলেই অডিও কল , ভিডিও কল বা ফাইল শেয়ার করার অপশন পাবেন ।
এজন্য দুইজনের মোবাইলের ফ্রিং সেটআপ দেওয়া থাকতে হবে ,
যারা স্কাইপি বা অন্যন্য ম্যাসেঞ্জার ব্যবহার করেন আশা করি তাদের জন্য পুরো প্রক্রিয়া সহজ মনে হবে ।
তবে ফ্রিং পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যাবে না । Currently there is no version of fring available for desktop computers (PC/Mac). fring is currently available on iOS, Android and Symbian mobile devices as well as Tablet and iPad.  এগুলোতে সহজেই ব্যবহার করা যাবে ।
শেয়ার করার কারনঃ বর্তমানে ফ্রিং মোবাইলে কথা বলার জন্য প্রবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার , আমি দেখেছি অনেকেই এটা নানা রকম বিড়ম্বনায় পরেন তাই পুরো প্রক্রিয়া সহজ করতেই শেয়ার করলাম ।
আমি ফেসবুকে

আপনার ফেসবুকে লিঙ্কড অ্যাকাউন্টস সেটআপ করে নিন










লিঙ্কড অ্যাকাউন্টস ফেসবুকের একটি অসাধারণ ফিচার। এই অপশনের মাধ্যমে ওপেন আইডির সাহায্যে ফেসবুকের সাথে আপনার ই-মেইল অ্যাকাউন্টের যোগসূত্র তৈরি করতে পারবেন। অর্থাৎ যে ই-মেইল অ্যাকাউন্টের সাহায্যে ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই অ্যাকাউন্টটি এখানে যুক্ত করে দিয়ে ই-মেইল অ্যাকাউন্টে লগইন করতে যদি www.facebook.com ব্রাউজারে টাইপ করে এন্টার প্রেস করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে লগইন হয়ে যাবে। এর জন্য নতুন করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে হবে না। এই ফিচারটির জন্য অন্য ই-মেইল অ্যাকাউন্টও এখানে যুক্ত করতে পারেন।
facebook
এই ফিচারটি সহজেই চালু করতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে :

ধাপ-১ :
আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে ওপরের ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন।
ধাপ-২ :
এখানে Linked Accounts নামের অপশনের ডান পাশে Edit নামে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করুন। ফলে আপনার সামনে একটি ছোট উইন্ডো প্রদর্শিত হবে।
ধাপ-৩ :
ছোট উইন্ডোতে দেখুন লেখা আছে ‘If you are logged into one of the accounts below you will automatically be logged into Facebook.’ অর্থাৎ এই লেখার নিচের দিকে ড্রপডাউনে কিছু ই-মেইল সার্ভিস প্রোভাইডারের নাম রয়েছে (যেমন- Google, MySpace, Yahoo!, MyOPenID, Verisign PIP, OpenID… ইত্যাদি)। ওই নাম অনুযায়ী আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে যদি লিঙ্কড অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে লগইন হয়ে যাবেন। এখন যে ড্রপডাউন লিস্ট রয়েছে তাতে ই-মেইল অ্যাকাউন্ট সার্ভিসের নাম সিলেক্ট করে দিন। ধরুন, এখানে Google সিলেক্ট করা হয়েছে। এখন Link New Account নামে যে বাটন রয়েছে তার ওপর ক্লিক করলে একটি উইন্ডো প্রদর্শিত হবে ।
ধাপ-৪ :
এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি টাইপ করে Confirm বাটনে ক্লিক করুন। এতে Click ‘Continue’ to link your OpenID account দিয়ে একটি মেসেজ প্রদর্শিত হবে। এখানে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ-৫ :
ধাপ-৪ অনুসরণ করার পর আপনার সামনে আরেকটি উইন্ডো প্রদর্শিত হবে, যেখানে ই-মেইল অ্যাড্রেসের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে। ই-মেইলের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আপনার ই-মেইল অ্যাকাউন্টে একটি কনফার্মেশন মেসেজ যাবে।
ধাপ-৬ :
এবার ফেসবুক ও ই-মেইল অ্যাকাউন্ট থেকে লগআউট করুন। এবার ই-মেইল অ্যাকাউন্টে লগইন করুন এবং অন্য একটি ট্যাব খুলে www.facebook.com টাইপ করুন। এতে দেখতে পাবেন ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড না দেয়ার পরও ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে গেছে।
ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড/ব্যাকআপ করা : ফেসবুকের এটিও একটি অন্যতম ফিচার, যা ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডাটা ব্যাকআপ বা ডাউনলোড করে রাখতে পারবেন।
এই কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ :
ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে ওপরের ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন।
ধাপ-২ :
একেবারে নিচের দিকে Download a copy of your Facebook data নামে একটি লিঙ্ক রয়েছে। এখানে Download a copy লিঙ্কে ক্লিক করুন। ফলে আপনার সামনে Download Your Information, Get a copy of what you’ve shared on Facebook মেসেজ দিয়ে একটি উইন্ডো প্রদর্শিত হবে।
ধাপ-৩ :
এখানে Start My Archive নামে একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে ক্লিক করুন। এতে Request My Download নামে আরো একটি উইন্ডো প্রদর্শিত হবে। এখানে Start My Archive-এ ক্লিক করলে You will receive an email when your archive is ready for download মেসেজ দেবে। এখানে Okay বাটনে ক্লিক করুন।
ধাপ-৪ :
Download Your Information, Get a copy of what you’ve shared on Facebook উইন্ডোতে We’re generating your personal archive. We’ll email you when it’s ready দিয়ে একটি মেসেজ প্রদর্শন করবে। অর্থাৎ যখন আপনার অ্যাকাউন্টে পার্সোনাল ডাটাগুলোকে আর্কাইভ করতে সক্ষম হবে, তখন ফেসবুক ওই সব ডাটার আর্কাইভ আপনার ই-মেইল অ্যাকাউন্টে মেইল করে পাঠিয়ে দেবে। ডাটাগুলো আর্কাইভ করা হয়ে গেলে কিছু সময় পর আপনার ই-মেইল অ্যাকাউন্টে Your download is ready মেসেজ দিয়ে একটি মেইল পাঠাবে ফেসবুক। ওখানে দেয়া লিঙ্ক থেকে আপনার আর্কাইভ করা ডাটা ডাউনলোড করে নিতে পারবেন।
সতর্কতা :
ফেসবুক ডাটা আর্কাইভ করার ক্ষেত্রে নিচের দিকে একটি সতর্কতা মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে ‘Your Facebook archive includes sensitive info like your private wall posts, photos and profile information. Please keep this in mind before storing, sending or uploading your archive to any other site or service.’ আপনার ফেসবুকের তথ্য নিরাপদ রাখার ক্ষেত্রে এ সতর্কতা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।

আমি আমাকে বদলে নিয়াছি দয়া করে আপনিও আপনাকে বদলে নিন ।

 
আমি আজ কয়েক দিনজাবত একটা বিষয় নিয়া খুব চিন্তা করলাম …ব্যাপার হল আমারা এই দেশে ১৬ কুটি মানুষ …তবে বর্তমানে এখন কতজন ভোটার আছে তা আমার জানা নাই । যখন সংসদ নির্বাচন হয়ে তখন আমারা তাদের আমাদের মূল্যবান ভোট দিয়া নির্বাচিত করি আমাদের সমস্যা আমাদের অধিকার আমাদের নিরাপত্তা নিছিত করার জন্য …।আমাদের কথা বলার জন্য । এইবার মূল কথাএ আশাজাক তারাকি আদও এইসব কাজ করে মোটাই না …আমরা জানি মুনাফিকের চিহ্ন তিনটি যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আমানতের খানত করে কথাএ কথাএ মিথ্যা বলে । আমি এইবার বলতে চাই আমরা গত নির্বাচনে যাদের নির্বাচিত করেছিলাম তারা সবাই মুনাফিক , আপনার কি বিশ্বাস হছেচ না ? আমাদের এই দেশের মানুষের দাবি ছিল দেশকে অর্থনীতিক ভাবে শক্তিশালী করবে জীবনের নিরাপত্তা দিবে ,সবার করমসগস্থান করবে, দুর্নীতি নির্মূল করবে, সবার মৌলিক অধিকার নিশ্চিত করবে । এবার বলেন এইসব সাংসদ গুলাকি ,এরা কি মানুষ আমার তো মনে হয় না ,যদি হত তাইলে কি দেশের এই অবস্তা হয় , আরেকটা কথা এই সরকার সংবিধান থিকা আল্লাহ্‌র নাম মুছে ফেলতে চাএ কারণটা কি আমি বুজলাম না আল্লাহ্‌র নামটা কি হাসিনার বাপের যে এই খানে বসাইলাম আবার ঐখান থিখা উঠাইয়া দিলাম …হাসিনা কি মানুষ ???? নাকি কুত্তা যে তার ধর্মের পরিচয়ে লাগবেনা । যদি সে মানুশ হয় তাইলে অবশ্যই লাগবে , আর যদি না লাগে তাহলে তিনি এতদিন জ্যাসব কাজ ধর্মের নামে করেছেন সে গুলা কি ছিল ভন্ধামি নাকি ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা ।১৬ কুটির মানুষের এই দেশে কতজন মানুষ মুসলিম ????। ৯০% ভাগ মুসলিমের এই দেশে আমি ধরে নিলাম সতকরা ৩০ জন আল্লাহ্‌ নাম সংবিধানে চান না … তাহলে পরিশেষে হিসাবে কত জন হয় সেটা না হয় আপনাদের উপর ছ্যাঃরে দিলাম । তাহলে হিসাব কি দাঁড়ালো এই সরকার কি ছাএ তাদের এত শক্তি কোথা থেকে আসল । দেশের মানুষকে বুরু আঙুল দেখায় অথচ এই দেশের মানুষের রক্তের টাকা এ ওনারা মূল্যবান গাড়ীতে চরে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ান । পরিশেষে আমি আমার ছোট জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বাংলায়ে যারা রাজনীতি নামক অভিনয়ের মঞ্ছে নামেন তারা কেহই দেশের মঙ্গল চান না তারা শুধু তাদের ঝোলা ভরা নিয়া বেস্ত থাকে। আমার সবার প্রতি একটা উদারত আহবান please …please আপনারা কি চান না যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর দেশ পাক , নাকি আপনি চান আপনার মত রাতে গুমাতে যাওয়ার আগে এই ছিন্তা মাথাএ নিয়া গুমাক কালকে তাকে সকাল কয়টার সময়ে উঠলে ৮ টায়ে অফিস থাকতে পারবে নাকি অফিসেই কাঁথা বালিশ সহ থাকতে হবে নাকি দেবদাসের মত চাকরির জন্যচ্চরশি জুলাতে না হয় , সেটা আপনাদের বিবেচনার বিসয় ।আমি আমাকে বদলে নিয়াছি দয়া করে আপনিও আপনাকে বদলে নিন । দেশের কথা ভাবুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন তানাহলে আপনি কি জবাব দিবেন তাদের কাছে নাকি এরূপ একটা নোগরা পৃথিবী রাখে জাবেন???

ডাউনলোড করুন ২০১৩ এর দারুন একটি ইন্ডিয়ান অ্যাকশান মুভি Race 2

ডাউনলোড করুন ২০১৩ এর দারুন একটি ইন্ডিয়ান অ্যাকশান মুভি Race 2



আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুন একটি ইন্ডিয়ান অ্যাকশান মুভি "রেস ২" , আসাকরছি মুভিটির প্রিন্ট ভাল হবে । আর আপনাদেরও খুব পছন্দ হবে । তাহলে আর দেরি না করে এখুনি ডাউনলোড করে ফেলুন । সাইজ ৭০০ এমবি, ডাউনলোড করতে নিচে যান ।

ডাউনলোড   সিঙ্গেল লিঙ্ক  
** আশাকরি ডাউনলোড করতে কোন অসুবিদা হবে না । আর যদি কোন অসুবিদা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ।
আল্লা হাফেজ 

ডাউনলোড করুন দারুন একটি ফ্রী Anti virus Microsoft Security Essentials ( xp - 7 - 8 )

আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের সাথে দারুন একটি anti virus এর পরিচয় করাবো নাম Microsoft Security Essentials এটা ব্যবহার করতে কোন প্রকার সিরিয়াল কি বা ক্র্যাক কাগবে না এই anti virus টি Microsoft শুধু মাত্র উইন্ডোজ ব্যবহার কারি দের জন্য প্রস্তুত করেছেন । এটি সকল উইন্ডোজ ব্যবহার কারি ব্যবহার করতে পারবে একদম ফ্রী তে আর সব থেকে মজার ব্যাপার হল এটির সাইজ মাত্র ১০ এবাং ১২ এমবি । এই anti virus Microsoft Security Essentials টি আমি গত এক বছর থেকে ব্যাবহার করছি দারুন কাজ করে , তাই আপনারাও ব্যবহার করে দেখতে পারেন । ডাউনলোড করার জন্য নীচে যান ।


* Anti virus টি আপনার উইন্ডোজ এর সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন । আপনার উইন্ডোজ যদি 32Bit  হয় তাহলে 32Bit  ডাউনলোড করুন আর যদি 64 Bit হয় তাহলে 64 Bit ডাউনলোড করুন ।


* ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন তার পর আপনি 32 bit না 64 bit ডাউনলোড করবেন তা সিলেক্ট করুন তারপর Download Now বটনে ক্লিক করুন ।


                                                             DOWNLOAD


* আশাকরি ডাউনলোড করা সম্পূর্ণ হয়েছে এবার সাধারন ভাবে ইন্সটল করুন । এবার আপনার ইন্টার নেট কানেক্ট করে Anti virus টিকে আপডেট করে নিন । 

====================================================================
* আর উইন্ডোজ ৮ ব্যবহার কারিরা এখান থেকে ডাউনলোড করে নিন । 


* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 


====================================================================





Tuesday, May 28, 2013

আপনার ফেসবুক একাউন্টকে করুন আরও নিরাপদ।

আপনার ফেসবুক একাউন্টকে করুন আরও নিরাপদ। 

বর্তমানে সারা বিশ্বে ফেসবুক খুবই জনপ্রিয় একটি সোস্যাল নেটওয়ার্কিং সাইট হলেও নিরাপত্তার অভাবে আপনি আপনার একাউন্ট হারাতে পারেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ আপনার হাতে। ইচ্ছে করলেই আপনি আপনার ফেসবুকের সিকিউরিটি বাড়িয়ে নিতে পারেন। আপনার যে সকল বন্ধুরা আপনার সকল ব্যক্তিগত ইনফরমেশন জানে তাদের দ্বারাই আপনি ক্ষতির স্বীকার হতে পারেন। তাই প্রথমেই আপনার ফেসবুকের লগিণকে আরো নিরাপদ করুন।
অনেক আগেই ফেসবুক তার ২-ধাপ বিশিষ্ট লগিন পদ্ধতি চালু করলেও এখন তার সেটিংস এ কিছু পরিবর্তন আনা হয়েছে। যার ফলে আগের যারা ২-ধাপ বিশিষ্ট লগিন পদ্ধতি চালু করেছিলেন তাদেরকে আবার কষ্ট করে তা কনফিগার করতে হবে।
নিচের ধাপসমূহ অনুসরণ করে খুব সহজেই আপনি তা কনফিগার করতে পারবেন।
১। আপনার ফেসবুকে লগিন করুন এবং Home এর পাশের ড্রপ-ডাউন বাটন এ ক্লিক করে Account Settings সিলেক্ট করুন।
২। এবার বা পাশের Security সিলেক্ট করে Login Approvals এর Edit এ ক্লিক করুন।
৩। এখান হতে Require me to enter a security code … এর বা পাশের চেক বক্সটি সিলেক্ট করুন এবং Set up login approvals আসলে Set Up Now বাটনে ক্লিক করুন।
৪। Add a phone বক্স আসলে আপনি Country code এর ঘরে Bangladesh সিলেক্ট করুন এবং Phone number এর ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। কিছুক্ষনের মাঝেই আপনার মোবাইলে একটি  Confirmation code আসবে তা লিখে আপনাকে Continue বাটনে ক্লিক করতে হবে।
ব্যাস, এখন আপনার ফেসবুক একাউন্টে লগিন নিরাপদ হয়েগেল। এখন কেউ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড জানলেও আপনার একাউন্টে লগিন করতে পারবে না। কারন একটি সিকিউরিটি কোড আপনার মোবাইলে চলে আসবে যা ছাড়া লগিন করা সম্ভব নয়।

Facebook সহ পৃথিবীর সব বিখ্যাত সোস্যাল সাইটে এখন চ্যাট করুন মাত্র একটি সফটওয়্যার দিয়ে

Facebook সহ পৃথিবীর সব বিখ্যাত সোস্যাল সাইটে এখন চ্যাট করুন মাত্র একটি সফটওয়্যার দিয়ে। কেউ মিস করবেন না। 


আসসালামু আলইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করছি সারক্ষন। আজ আপনাদের সবার সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করলাম যার মাধ্যমে ফেসবুক সহ পৃথিবীর সব সোস্যাল সাইটগুলোতে চ্যাট করুন একই সাথে। আপনার হয়ত অনেকেই ভাবতে পারেন। চ্যাটতো ফেসবুক ওপেন করেই করা যায়। কিন্তু এই সফটওয়্যার টার সুবিধা হল ফেসবুক বা অন্য কোন ওয়েবসাইটে চ্যাট করার জন্য আপনার আলাদা করে ঐ ওয়েবসাইটের পেজ ওপেন করে রাখার কোন দরকার নেই। তাছাড়া যাদের সারাদিন ফেসবুকের হোম্পেজ খুলে বসে থাকার সময় নেই তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। কারন এর দ্বারা তারা থাকবেন সবসময় অনলাইন।
তাহলে এবার আমি যে মহান সফটওয়্যার এর কথা বলছিলাম সেটার কথা বলি। সফটওয়্যারটির নাম Pidgin যার বাংলা অর্থ কবুতর। এই সফটওয়্যার এর ফিচারগুলো নিচে লিখলাম।
# সম্পূর্ণ ফ্রি।
# ওপেন সোর্স সফটওয়্যার।
# এই একটি সফটওয়্যার থেকেই আপনি যেসব ওয়েবসাইটে চ্যাট করতে পারবেন সেগুলো হল AIM, Bonjour, Facebook, Gadu-Gadu, Google Talk, Nimbuzz, Group Wise, ICQ, IRC, MSN, MX It, My Space, SILC, Simple, Sametime, XMPP, Yahoo এবং Yahoo Japan।
# আপনি একাধিক একাউন্টে লগইন করলেও সব ফ্রেন্ড একই ফ্রেন্ডলিস্টে শো করবে। অর্থাৎ ধরুন আপনি একসাথে ফেসবুক এবং গুগল টক দুটোতে লগইন করলেন, তখন আপনার ফেসবুক এবং গুগল টক এর ফ্রেন্ডদের কে একই ফ্রেন্ডলিস্টে দেখানো হবে। তাই আপনি আরাম করে দুটো একাউন্ট একসাথে রান করতে পারবেন।
# অত্যন্ত ফাস্ট।
# চ্যাট করার সময় কোন মেগাবাইট কাটে না।

আরো মেলা কিছু…

তাহলে দেরি না করে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন Pidgin সম্পূর্ণ বিনামুল্যে
http://www.pidgin.im/download/
Offline ভার্শনটা নামালে ভাল হয়। নামিয়ে ইন্সটল করে নিন। এবার এই লিঙ্ক থেকে Facebook Plugin For Pidgin নামিয়ে নিন
Pidgin Facebook Plugin_upped_by_shovik_chowdhury.zip
এই পেইজে একটা লাইক দিতে ভুলবেন না।

ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন।

ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন। 

আসসালামু আলাইকুম। আমি IT সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য কম্পিউটার জগৎ এ লিখি। আশা করি আমার লেখা গুলো আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখে আসি, ফেসবুকে Pending ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে দেখা যায়?

ফেসবুকে আপনি কাকে কাকে Friend Request পাঠিয়েছেন তা ফেসবুকের আগের সেটিংসে দেখা যেত। কিন্তু ফেসবুকের বর্তমান সেটিংসে এই অপশন টি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আপনি চাইলে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই দেখতে পারবেন আপনি কার কার কাছে Friend Request পাঠিয়েছেন। এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন তারপর অ্যাড্রেস বারে গিয়ে http://apps.facebook.com/friendrequests ঠিকানায় গিয়ে Allow-এ ক্লিক করুন। তাহলেই দেখতে পাবেন আপনার পাঠানো সব Pending Request.
ধন্যবাদ।

এন্টি ভাইরাস ইনস্টল করলে আর পিসি স্লো হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে এর সমাধান করুন।

এন্টি ভাইরাস ইনস্টল করলে আর পিসি স্লো হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে এর সমাধান করুন। 

সবাইকে সালাম জানিয়ে আজকের লেখা শুরু করছি । আমরা যার কম্পিউটার ইউজ করি তাদের সবাই এন্টিভাইরাস ব্যবহার করি । আবার অনেকের পিসি এন্টিভাইরাস সেটআপ করার ফলে পিসি স্লো হয়ে যায়। আজ সবাইকে এমন একটা সফটওয়্যার শেয়ার করলাম যার মাধ্যমে আপনার পিসির সকল সমস্যাগুলো যানতে পারবেন। বিস্তারিত লেখতে পারলাম না সময়ের অভাবে। নিচে থেকে ডাউনলোড করে নিন।
  1. software  টি download করতে এখানে ক্লিক করুন 
  2. ইনস্টল করুন এবং সিরিয়াল দিন. সিরিয়াল পেতে এখানে ক্লিক করুন।
  3. নিচের ছবি টি দেখুন
undefined
এই পেইজে একটা লাইক দিতে ভুলবেন না।