Sunday, May 19, 2013

“সম্পূর্ন বাংলা করে নিন আপনার উইন্ডোজ ৭” না দেখলে মিস করবেন।

“সম্পূর্ন বাংলা করে নিন আপনার উইন্ডোজ ৭” না দেখলে মিস করবেন।

বিছমিল্লাহীর রাহমানির রাহীম

আচ্ছালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। যাই হোক আজ আমি যেই পস্ট টির কথা বলবো অনেকে হয়তো জানেন এই পোস্ট সম্পর্কে, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে।
আমাদের প্রিয় পিসি কিংবা ল্যাপটপে ব্যবহার করি অনেকরকম উইন্ডোজ। তবে উইন্ডোজ ৭ আসার পর অনেকেরই প্রিয় হয়ে গেছে এই ভার্সনটি। কেমন হবে বলুনতো যদি আপনার প্রিয় উইন্ডোজ ৭ হয়ে যায় সম্পূর্ন বাংলা! আসুন দেখি কিভাবে?
windows 7 bangla
উইন্ডোজ আবিষ্কারের পর থেকে আমাদের সব বাঙ্গালীর একটি আশা ছিল যেন তারা তাদের প্রিয় উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পারেন। আর সেই আশা পূরণ করেছে উইন্ডোজ এর  ভার্সন উইন্ডোজ ৭ এ।
আপনার অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী(৩২বিট/৬৪বিট) আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন ফাইলটি।
Microsoft এর অফিসীয়াল সাইট থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

MediaFire Link:

Download for 32 Bit

Download for 64 Bit

এবার একবার আপনার পিসি/ল্যাপটপ রিস্টার্ট দিন। দেখবেন আপনার পিসির উইন্ডোজের ইন্টারফেস বাংলায় পরিবর্তন হয়ে গেছে। আপনার প্রিয় উইন্ডোজ এখন বাংলায়!
নিচের চিএটি দেখুনঃ
windows 7 bangla
পুনরায় আপনার উইন্ডোজ ৭ কে ইংলিশ এ রূপ দিতে চাইলে সফটওয়্যারটি আনইনস্টল করে পিসি/ল্যাপটপ রিস্টার্ট দিন। দেখবেন আপনার পিসির উইন্ডোজের ইন্টারফেস ইংলিশ এ পরিবর্তন হয়ে গেছে।

ভালো থাকবেন সবাই।। ধন্যবাদ।

কোন প্রকার ভুল হলে আশা করি ক্ষমার দৃস্টিতে দেখবেন

Post Comment

No comments: