Sunday, May 26, 2013

|| মাসিক আপডেট || স্মার্টফোন ও ট্যাবলেটের দর-দাম জেনে নিন…

|| মাসিক আপডেট || স্মার্টফোন ও ট্যাবলেটের দর-দাম জেনে নিন…

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। সকলের জন্য শুভকামনা রইলো। আজ কম্পিউটার বাজারের আপডেট নয় বরং থাকছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারদর।
প্রতিনিয়ত মাসের চতুর্থ রোববারে আপডেট বিভাগে  প্রকাশিত হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বর্তমান দরদাম। স্মার্টফোন ও ট্যাবলেটের দর-দাম ঢাকার একাধিক মোবাইল ফোন ও কম্পিউটার মার্কেট থেকে আপডেট নেওয়া আছে। আশা করি যারা স্মার্টফোন ও ট্যাবলেট কিনতে ইচ্ছুক তাদের কোন না কোন কাজে লাগবে ও দর-দাম সম্পর্কে একটু হালচাল জানতে পারবেন।
( অবলম্বন- প্রথম আলো এবং সংগ্রহ- রিয়াজ উদ্দিন )

|| বাজারে এসেছেনতুন স্মার্টফোন ||

=>বাজারে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বিক্রি বেশ বেড়েছে। বিক্রেতারা জানান, গত সপ্তাহে নতুন কিছু স্মার্টফোন এসেছে ঢাকার বাজারে। কিছু স্মার্টফোনের দামও কমেছে। গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার থেকে পাওয়া স্মার্টফোন ও ট্যাবলেটের দাম সংগ্রহ করা হয়েছে।
smart
.

———

——————————–

——— স্মার্টফোনের দরদাম জেনে নিন ———

xp
===================================================================
স্যামসাং:
  • গ্যালাক্সি ওয়াই ডুয়োস ১৩,৯০০; গ্যালাক্সি ওয়াই কালার প্লাস ১২,৩০০; গ্যালাক্সি ওয়াই ইয়ং ৯,৯০০; গ্যালাক্সি এস ফোর ৬৭,৫০০; গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০; গ্যালাক্সি এস থ্রি ৫৫,০০০; গ্যালাক্সি এস ডুয়োস ২৩,৫০০; গ্যালাক্সি এইস ১৯,৫০০; গ্যালাক্সি মিউজিক ডুয়োস ১৫,৯০০ ও গ্র্যান্ড ডুয়োস ৩১,০০০ টাকা।
===================================================================
অ্যাপল:
  • আইফোন ফাইভ৫৮,০০০; আইফোন ৪এস ৪৯,৫০০ ও আইফোন থ্রি ৩২,০০০ টাকা। নকিয়া: লুমিয়া ৯২০ ৫২,৫০০; লুমিয়া ৮২০ ৩৮,০০০; এন৯ ৫২,০০০ ও এন৮০৮ ৫১,০০০ টাকা।
===================================================================
সনি এরিকসন:
  • সনি এক্সপেরিয়া জেড ৪৫,০০০; এক্সপেরিয়া আইওন ২৯,৫০০; এক্সপেরিয়া টি ২৯,০০০; এক্সপেরিয়া ভি ২৮,০০০; এক্সপেরিয়া জে ১৮,০০০; এক্সপেরিয়া পি ২১,০০০; এক্সপেরিয়া ইউ ১৫,৫০০ টাকা; আরএস ২২,৫০০; এক্সপেরিয়া সোলা ১৮,৩০০; এক্সপেরিয়া নিও-১৬,৫০০; এক্সপেরিয়া লাইভ ১৫,০০০; এক্সপেরিয়া এসএল ২৮,০০০; এসিআরও এস ২৯,৫০০; টিএক্স ৩০,৫০০; এসপি ৩৪,০০০ ও মিরো ১৫,৫০০ টাকা।
===================================================================
ব্ল্যাকবেরি:
  • জেট১০ ৫৫,০০০; জেট ৯৯০০ ৪৩,০০০; জেট ৯৭০০-৩৫,০০০ ও জেট ৯৮০০ ৩৫,০০০ টাকা।
===================================================================
সিমফোনি:
  • ডব্লিউ১৫ ৪,৫৯০; ডব্লিউ২০ ৫,১৫০; ডব্লিউ৩০ ৬,৫৯০; ডব্লিউ৬০ ৯,৪৯০; ডব্লিউ৭০ ১০,১৯০; ডব্লিউ৯০ ১৪,৪৯০ ও ডব্লিউ১২৫ ১৪,৯৯০ টাকা।
===================================================================
ওয়ালটন:
  • প্রিমো ৭,৪৯০; প্রিমো এফ ওয়ান ৮,৯৯০; প্রিমো জি ওয়ান ১১,৪৯০; প্রিমো জি টু ১৩,৫৯০ ও প্রিমো আর ওয়ান ১৩,৯৯০ টাকা।
===================================================================

———

——————————–

——— ট্যাবলেটের দরদাম জেনে নিন ———

tab
===================================================================
অ্যাপল:
  • আইপ্যাড মিনি ১৬জিবি ৪১,০০০; ৩২জিবি ৫০,০০০ ও ৩৪জিবি-৫৪,০০০ টাকা। আইপ্যাড ফোর ৮জিবি ৩৯,০০০ টাকা ।
===================================================================
স্যামসাং :
  • গ্যালাক্সি ট্যাব টু ৩৫,০০০; ট্যাব টু ১০.১ ১৬জিবি ৩৭,০০০; ট্যাব২৭.০ ১৬জিবি ২৯,০০০; ট্যাব ২৭.০ ৮জিবি ২৭,০০০; ট্যাব ১০১ ওয়াই-ফাই ৩২,০০০; গ্যালাক্সি ট্যাব টু জিটি পি৩১০০ ৩১,০০০ ও ট্যাব টু জিটি৫১০০ ৪২,০০০ টাকা।
===================================================================
আসুস:
  • নেক্সাস সেভেন ওয়াই-ফাই থ্রিজি ৩৬,০০০ ও মেমোপ্যাড ১৫,০০০ টাকা। ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা।
===================================================================
সনি:
  • এসজিপিটি থ্রি ৩৯,০০০; এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা।
===================================================================
লেনোভো :
  • এ২-১০৭এ ২৪,০০০ টাকা। তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা।
===================================================================
watch

——— স্মার্ট ওয়াচ ———

 সনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ: ১১,৯০০ টাকা।
===================================================================
===================================================================
->>বাজারে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বিক্রি বেশ বেড়েছে। বিক্রেতারা জানান, গত সপ্তাহে নতুন কিছু স্মার্টফোন এসেছে ঢাকার বাজারে। কিছু স্মার্টফোনের দামও কমেছে।
->>এই দাম-দর ঢাকা শহরের বাজারের একাধিক মোবাইল ফোন ও কম্পিউটার বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন, তাহলে কিছুটা দাম বেশি হতে পারে। এজন্য নির্দিষ্ট কোম্পানির শো-রুম থেকে স্মার্টফোন ও ট্যাবলেট কেনা সর্বোত্তম।
===================================================================

Post Comment

No comments: