Thursday, May 2, 2013

নিয়ে নিন মুসলিম জীবণে গুরুত্বপূর্ণ বিধানের সংগ্রহ করার মত বিরল একটি বই

নিয়ে নিন মুসলিম জীবণে গুরুত্বপূর্ণ বিধানের সংগ্রহ করার মত বিরল একটি বই

 

বিছমিল্লাহির রাহমানীর রাহীম
আছছালামুআলাইকুম।আপনারা সবাই কেমন আছেন।আমি আল্লাহর রহমতে ভালো আছি।তবে সাভারের মানুষগুলোর জন্য অনেক কষ্ট হচ্ছে।আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।আজ আমি আপনাদেরকে দিব তাফসীরুল উশবুর আথীর মুসলিম জীবণে গুরুত্বপূর্ণ বিধানের সংগ্রহ করার মত বিরল একটি বই ।
ushrul-akhir
বিশুদ্ধ আকীদা নির্ভর এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় বই। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কুরআন, তাফসীর, আকীদাহ, মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে। বইটি দু’ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে সূরা ফাতিহা সহ আল কুরআনুল কারীমের শেষ তিন পারা তথা সূরা মুজাদালা (৫৮ নং সূরা) থেকে সূরা নাস পর্যন্ত মোট ৪৭ টি সূরার সরল বাংলা অনুবাদ।
আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্য অতি গুরুত্বপূর্ণ  বিভিন্ন বিধি-বিধান আলোচিত হয়েছে। যেমন:
  • তাজবীদ তথা বিশুদ্ধ রূপে কুরআন পাঠের নিয়ম-কানুন।
  • আকীদা বিষয়ক অতি গুরুত্বপূর্ণ ৬২টি প্রশ্নোত্তর।
  •   তাওহীদ বিষয়ক একটি অন্তরঙ্গ সংলাপ।
  •  ’লা ইলাহা ইল্লালাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এর সারগর্ভ ব্যাখ্যা।
  • পবিত্রতা তথা পানির বিধান, ওযু, গোসল, তায়াম্মুম, মোজার উপর মাসেহ, মহিলাদের হায়েজ, নেফাস, রক্তপ্রদর রোগ ইত্যাদি মাসায়েল।
  • বিভিন্ন প্রকার নামাযের বিস্তারিত বিধি-বিধান। 
  • যাকাতের বিস্তারিত আলোচনা।
  • রোযার মাসায়েল।
  • হজ্জ ও উমরার প্রয়োজনীয় হুকুম-আহকাম।
  • বিবাহ, তালাক, ইদ্দত ইত্যাদি।
  • কসম ও কাফফারা ইত্যাদি।
  • মান্নত, যাদু-টোনা, ঝাড়-ফুঁক।
  • জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় দুয়া ও জিকির (অর্থ সহ)।
  • ৬৯টি নিষিদ্ধ বা হারাম বিষয়ের আলোচনা।
  • আখেরাতের বিভিন্ন ধাপের একটি বিবরণ।
  • সর্বোপরি সচিত্র সহ ওযু ও নামায শিক্ষা।
মোটকথা, বইটি প্রতিটি মুসলমানের জন্য নিত্য প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ।
বইটি আরবী ভাষায় প্রস্তুত করেছেন একদল অভিজ্ঞ আলেম এবং গবেষক। বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট দাঈ ও গবেষক শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী। তাফসীরটি বাংলা সহ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ সম্পন্ন হয়েছে। এ বিশাল প্রকল্পটি পরিচালনা করছে: সউদী আরবের রিয়াদে অবস্থিত ওল্ড সানাইয়া দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। পৃষ্ঠা সংখ্যা ১৭৯।
এই তাফসীর প্রকল্পটির মূল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন।
সবাই ভালো থাকবেন। আর সাভারের মানুষগুলোর জন্য দোয়া করবেন। যারা এখনও বের হইতে পারে নাই তাদেরকে যেন খুব তাড়াতাড়ি বের করতে পারে।আল্লাহ হাফেজ

Post Comment

No comments: