Friday, June 28, 2013

দারুন খবর মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর

দারুন খবর মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর

চাইলেই মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করা যায় বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কোনো অপারেটরের সেবার মান ভালো না লাগলে নম্বরের কোনো পরিবর্তন না করেই অন্য অপারেটরের সেবা নেয়া যায়। এই সেবাকে বলে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সিস্টেম (এমএনপিএস)।বাংলাদেশে এই সেবাটি চালুর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে নম্বর পরিবর্তনের যন্ত্রণা থেকে বাঁচতে ভালো নেটওয়ার্ক, গ্রাহকসেবা ও সুলভ মূল্যের সেবা পেতে যে কোনো গ্রাহক চাইলেই অপরেটর পরিবর্তন করা যাবে। এর ফলে উন্নত সেবা দিয়ে গ্রাহক ধরে রাখতে মোবাইল অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছে বিটিআরসি।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক রাকিবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা অনুসারে, মোবাইল অপারেটরদের আগামী তিন মাসের মধ্যে এমএনপিএস সেবা চালুর জন্য প্রস্তুতি নিতে হবে। সাত মাস পরে গ্রাহক পর্যায়ে এ সেবা প্রদান শুরু করতে নির্দেশনা দিয়েছে কমিশন।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক আবেদন করেলেই তিন কর্মদিবসের মধ্যে এ সেবা দিতে অপারেটরগুলো বাধ্য থাকবে। এজন্য সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে তারা। তবে একবার অপারেটর পরিবর্তনের ৪৫ দিনের মধ্যে পুনরায় অপারেটর বদল করা যাবে না।

Wednesday, June 26, 2013

আপনার এন্ড্রয়েড কে করে ফেলুন Windows 8…….।।


 সকল প্রশংসা আল্লাহ্‌র যিনি আমাকে সৃষ্টি করেছেন
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সবার প্রিয় বিডি রিয়াজ.কম সাথেই আছেন।

আজ আপনাদের সাথে একটি মজার ও আকর্ষনীয় এন্ড্রয়েড অ্যাপ নিয়ে কথা বলব।আপনি হয়তো কিছুদিন আগে অর্থাৎ নোকিয়া লুমিয়া সিরিজ বাজারে আসার পুরবে এন্ড্রয়েড চালিত ফোন কিনেছিলেন কিন্তু নোকিয়া ফোন বাজারে আসার পর নোকিয়ার প্রতি বেশি ভাললাগা কাজ করছে তাহলে আজ থেকে এই অ্যাপ দ্বারা  আপনার এন্ড্রয়েড চালিত মোবাইল কে এখন করে ফেলুন নোকিয়া উইন্ডোজ চালিত মোবাইল।বিশ্বাস হচ্ছে না? আপনি নিচে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে অ্যাপ টি ডাওনলোড করে নিন তারপর অন্যান্য সফটওয়্যার এর মতই ইন্সটল করে নিন। এবার ওপেন করে দেখুন আপনার মোবাইল টি সত্যিই উইন্ডোজ ৮ হয়ে গেছে।
—————————————–
Name: Launcher8
—————————————–
Type Of File: APK
—————————————–
Size: 4.53 MB (4,759,519 bytes)
—————————————–
Varsion: 1.3.0
—————————————–
অ্যাপ টি ডাওনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আশা করি কোন সমস্যা হবে না তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে আপনার জন্য বরাদ্ধকৃত কমেন্ট বক্সটি দয়া করে ব্যাবহার করুন।
 Launcher8-App-list
আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পোস্ট এ সেই পর্যন্ত অনেক বেশি ভাল থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি।
চাইলে আমাকে ফেসবুকে পেতে পারেন:red

Tuesday, June 25, 2013

উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন। (পদ্ধতি-২)

উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া 

আসসালামু আলাইকুম,
আজ সেসব CD/DVD ড্রাইভ হারিয়ে অসহায় কম্পিউটারপ্রেমিকদের জন্য ২য় পদ্ধতির পোস্ট করছি। ১ম পদ্ধতিতে অনেকে ঠিক করতে পেরেছেন আবার অনেকে ব্যর্থ হয়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই, হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ আইকন FIX করতে আপনাদের জন্য রয়েছে ২য় পদ্ধতিতে শেখার সুযোগ!! 
তাহলে আজ আপনাদের ৫টি পদ্ধতির মধ্য থেকে পদ্ধতি-২ অনুযায়ী উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনা শেখাবো। ভালো ভাবে মনোযোগ দিন, আজ নয় তো কাল কাজে লাগবে।


সমস্যা সমাধান– ***কম্পিউটারে CD/DVD ড্রাইভ লাগানো সত্ত্বেও এক্সপ্লোরারে ড্রাইভ আইকন দেখা যায় না কিম্বা CD/DVD সাপোর্ট নেয় না। এমন সমস্যায় জর্জরিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকে windows 7/8 ইন্সটল করার পর দেখা যায় হার্ডডিস্ক দেখা গেলেও CD/DVD ড্রাইভ আইকন দেখা যায় না। আবার অনেকের এই সমস্যা নানা কারণে ঘটে থাকে। CD/DVD ড্রাইভ লাগানো থাকলেও DVD সাপোর্ট বা, আসে না। ফলে এই বিপদ থেকে বাঁচার জন্য নতুন উইন্ডোজ দেওয়ার একটি মাত্র রাস্তাও বন্ধ হয়ে যায়। এতে দারুণ ফ্যাসাদে পড়ে যায় অনেকে! আর এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব ছোট্ট কিছু কাজ সারার মাধ্যমেই!***
পদ্ধতি-২
~হারিয়ে যাওয়া CD/DVD ড্রাইভ উদ্ধার করুন নিচের স্টেপগুলোর মাধ্যমে~

পদ্ধতি- ১ অনুযায়ী যদি আপনি  “UpperFilters” and “LowerFilters” কি দুটি রেজিট্রিতে খুঁজে না পান, তাহলে পদ্ধতি নং-২ অনুযায়ী কাজ করুন–
  • প্রথমে windows key+R চেপে RUN ওপেন করুন। 
images
  • এখন run এর ডায়লগ বক্সে  regedit  লিখে Enter করুন।
run
  • এখন Registry Editor ওপেন হবে।
  • তারপর নিচের সূত্র অনুযায়ী ঢুকুন–
HKEY_LOCAL_MACHINE\

SYSTEM\

CurrentControlSet\

Services\

atapi\

  •   atapi এ যদি Controller0 নামের কোন  key না দেখতে পান তাহলে Controller0 নামের নতুন একটি key তৈরি করুন। [ নিচের ছবির মত ]
dvd (2)
  •   Controller0 key তৈরি করার পর ডানদিকের ফাঁকা জায়গায়  ক্লিক করে new >DWORD(32 bit) এ ক্লিক করে ‘ EnumDevice1 ‘ নামের একটি key  তৈরি করুন।
  •  EnumDevice1 নামে ডাবল ক্লিক করে নিচের মত value data 1 দিন এবং OK করুন।
dvd (1)
  • সব কাজ শেষে আপনার এডিটিং নিচের ছবির মত দেখাবে।
dvd (3)
  • অবশেষে রেজিট্রি ক্লোজ করুন এবং PC রিস্টার্ট দিন।
  • এখন উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভটা এক্সপ্লোরারে দেখতে পারবেন।
  • ব্যাস! আপনার দুশ্চিন্তার সমাধান হয়ে গেল।

আজকের পদ্ধতির মাধ্যমে আশা করছি, অসহায়দের কাজের সমাধান হয়ে যাবে। যদি কেউ উপরের সমাধান অনুযায়ী সফলতা না পান, তাহলে চিন্তা করার কোন কারণ নেই। ড্রাইভের বিভিন্ন সমস্যার বিভিন্ন সমাধান আছে, আর বাকি ৩টা পোস্ট তো আছেই!
পোস্টের কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।এবং আজকের পোস্টটি আপনাদের কেমন লাগলো, সেটাও মন্তব্য করে বলবেন। ধন্যবাদ।
ফেসবুক পেজে আমন্ত্রণ রইলো :https://www.facebook.com/riaj121bd
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।।
আপনাদের জন্য শুভ কামনা রইলো।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

======================================================
উইন্ডোজ 7/8 এ উধাও হয়ে যাওয়া CD/DVD ড্রাইভ ফিরিয়ে আনুন।
(পদ্ধতি-১)
======================================================

CardRecovery দিয়ে রিকভারি করে নাও হাড়িয়ে যাওয়া বা ফরম্যাট হয়ে যাওয়া ফাইল।

CardRecovery দিয়ে রিকভারি করে নাও 

CardRecovery দিয়ে রিকভারি করে নাও হাড়িয়ে যাওয়া বা ফরম্যাট হয়ে যাওয়া ফাইল।
CardRecovery দিয়ে রিকভারি করে নাও হাড়িয়ে যাওয়া বা ফরম্যাট হয়ে যাওয়া ফাইল।
সবাই কামন আসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা
করবো এর নাম CardRecovery  নাম শুনে হইত বুজে গেছেন হা এই সফটওয়্যার দিয়ে যে কোন SD
Card, MicroSD, SDHC, CF (Compact Flash) Card, xD Picture Card, Memory Stick
ইত্যদি এর ফাইল ফরম্যাট বা ডিলিট হয়ে যাওয়া  ফাইল আবার সচল করে ব্যাবহার করা যাই। মাত্র ২
এমবি এই সফটওয়্যার এত কাজের না ব্যাবহার করলে ভুল করবেন ডাউনলোড করে রাখ কোন দিন
আপনার কাজে আসতে পারে । এর কিছু ছবি তাহলে দেখে নিয়
Image
undefined
Image
আরও জানতে হোম পেজ এ যান এখানে

ডাউনলোড Mediafire   ভালো লাগলে আমার ফেসবুক একটা Like

দিয়েন


Tuesday, June 11, 2013

|| সাপ্তাহিক || কম্পিউটার প্রযুক্তি বাজারের দর-দাম জেনে নিন…

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আর নিয়মিত সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইলো। প্রতি সপ্তাহেই তো প্রযুক্তি বাজারের আপডেট দেওয়া হয়, আজ একটু দেরি হয়ে গেল। প্রতি সপ্তাহের মত প্রযুক্তি বাজার সম্পর্কে নিজের কিছুটা ঝালিয়ে নিতে পারেন সবাই। ঢাকার প্রযুক্তি বাজারে প্রসেসরের দাম কমেছে। ক্রেতাদের ভিড় তেমন একটা দেখা যায়নি। বিক্রেতারা জানান, ক্রেতা কম থাকায় বেচাকেনা ভালো হচ্ছে না। আর অবশ্যই যারা কম্পিউটার বা যন্ত্রাংশ কিনবেন তাদের তো ১০০% কাজে লাগবে সাথে প্রযুক্তি বাজারের ধারণা মাথায় ঢুকাতে সুবিধা হবে। :P
( অবলম্বন- প্রথম আলো এবং সংগ্রহ- রিয়াজ উদ্দিন )

|| প্রসেসর দাম কমেছে ||

 asert (1)
 ===================================================================
প্রসেসর:
  • ইন্টেল কোর আই-৩ ৩.৩০ গিগাহার্টজ (গি.হা) ৯,৬০০; সেলেরন ১.৮ গি.হা ২,৫০০; কোর আই-৫ ৩.২ গি.হা ১৬,২০০ ও কোর আই-৭ ৩.৪০ গি.হা ২৬,৫০০ টাকা। পেন্টিয়াম ডুয়াল কোর ২.৮ গি.হা ৫,২০০ টাকা।
===================================================================
মাদারবোর্ড:
  • গিগাবাইট জিএ৪১এমটি-এসটুপি ডিডিআরথ্রি ৫,২০০; জি৪১এম কমবো ৫,১০০; এইচ৬১এম ৫,২০০ ও জিএ-এইচ৭৭ কম্বো ১০,৪০০ টাকা। ইন্টেল ডিজি৪১আরকিউ ৪৫০০ ও ডিজি৪১ডব্লিউভি ৫০০০। ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৭০০ ও জি-৬১এমএক্সই ৪,৮০০ টাকা।
===================================================================
র‌্যাম:
  • ডিডিআর-৩ অ্যাপাসার ২ গিগাবাইট (গি.বা) ১,৫৫০ টাকা। এডেটা ৪ গি.বা ২,৪০০ টাকা। ট্রানসেন্ড ২ গি.বা ১,৬৫০ টাকা।
===================================================================
হার্ডডিস্ক ড্রাইভ:
  • ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা ৪,৮০০ টাকা। হিটাচি ৫০০ গি.বা ৪,৭০০ ও ১ টেরাবাইট ৬,০০০ টাকা। স্যামসাং ৩২০ গি.বা ৩,৭০০ টাকা।
===================================================================
এলসিডি মনিটর:
  • স্যামসাং ১র্৭র্ স্কয়ার ৯,৬০০ ও ১র্৮র্ ওয়াইড ৮,১০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,০৫০ টাকা। ডেল ১র্৭র্ ৮,৫০০ টাকা। এলজি ১র্৬র্ ৬,৫০০ ও ২র্০র্ ১০,০০০ টাকা। আসুস ১৮.র্৫র্ ৮,৩০০ টাকা, ২১.র্৫র্ ১৪,০০০ টাকা।
===================================================================
এলইডি মনিটর:
  • স্যামসাং ১৮.র্৫র্ ৭,৮০০ ও ২র্৭র্ থ্রিডি ৬২,৫০০ টাকা।
===================================================================
গ্রাফিকস কার্ড:
  • গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা ৪,০০০ টাকা। গিগাবাইট ৫৪৫০ ১ গি.বা ৩,৪০০ টাকা। আসুস ইএন২১০ ১ গি.বা ৩,২০০ টাকা।
===================================================================
ডিভিডি রাইটার/রি-রাইটার:
  • স্যামসাং ১৬এক্স ১,৭০০ টাকা। আসুস ১৬এক্স ১,৩৫০ টাকা, ২০ এক্স ১,৮০০ টাকা।
===================================================================
কেসিং:
  • স্পেস ২,২০০ থেকে ৩,৫০০ টাকা। ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ টাকা। গিগাবাইট ২,১০০ টাকা ও মারকারি ১,৬০০ থেকে ১৮০০ টাকা।
===================================================================
মাউস:
  • এফোরটেক ৩০০ থেকে ২,২০০ টাকা। লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা।
===================================================================
কি-বোর্ড:
  • ২০০ থেকে ২,৮০০ টাকা ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা।
===================================================================
স্পিকার:
  • মাইক্রোল্যাব (২:১) ১,৫০০ থেকে ২,৬০০ টাকা। ক্রিয়েটিভ এসবিএস (২:১) ৯০০ থেকে ২,১০০ এবং অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।
===================================================================
পেনড্রাইভ:
  • ট্রানসেন্ড ৪ গি.বা ৪৫০; ৮ গি.বা ৫৫০; ১৬ গি.বা ১০০০ টাকা। অ্যাপাসার ৪ গি.বা ৪৮০; ৮ গি.বা ৫০০ টাকা। এডেটা ৪ গি.বা ৪৫০; ১৬ গি.বা ৯০০ টাকা। ভেরিকো ৪ গি.বা ৫০০, ৮ গি.বা ৭০০।
===================================================================
মডেম:
  • মোবিডেটা এজ ১০০ইইউ ২,৬০০। সনি এরিকসন জিসি৮৯ ৪,২০০ টাকা। টেকনো টিএম০০৮ ২২০০ টাকা।
===================================================================
টিভি কার্ড:
  • এভারমিডিয়া ইন্টারনাল ৩,১০০; এক্সটারনাল ডব্লিউ৭ ৪,৬০০ টাকা। রিয়েলভিউ ১,৬৫০ টাকা। গেডমেই ১,৫০০ টাকা।
===================================================================
প্রিন্টার:
  • ক্যানন আইপি-২৭৭২পিক্সমা ৩,০০০ টাকা, এমপি-২৮৭ ৬,২০০; এলবিপি-৩৩০০ ১১,৫০০ টাকা। এইচপি ডি-১০০০ ২,৬০০; লেজার পি-১১০২ ৭,৯০০ টাকা। এপসন এম-১২০০ ৭,২০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৬,৭০০ টাকা। স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা।
===================================================================
বহনযোগ্য হার্ডডিস্ক:
  • ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,৩০০; ৭৫০ গি.বা ৬,২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০ টাকা। ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা ৫,৫০০ ও ১ টেরাবাইট ৭৪০০ টাকা।
===================================================================
ইউপিএস:
  • পাওয়ার টেক ৬৫০ভিএ ২৮০০ টাকা, অ্যাপোলো ৬৫০ভিএ ২৮৫০, ১২০০ ভিএ ৫,০০০ টাকা। ডিজিটাল এক্স ৬৫০ ভিএ ২,৯০০, প্রোলিংক ৬৫০ভিএ ২৮০০ টাকা, প্রোলিংক ৬৫০ ভিএ ২৮০০ টাকা।
===================================================================
===================================================================
->>ঢাকার প্রযুক্তি বাজারে প্রসেসরের দাম কমেছে। ক্রেতাদের ভিড় তেমন একটা দেখা যায়নি। বিক্রেতারা জানান, ক্রেতা কম থাকায় বেচাকেনা ভালো হচ্ছে না।
->>এই দাম-দর ঢাকা শহরের বাজার কম্পিউটার থেকে নেওয়া। আপনি যদি অন্য জেলার হয়ে থাকেন, তাহলে দাম সর্বোচ্চ ১০০ টাকা বেশি হতে পারে। আর সম্পূর্ণ পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সংযোজন খরচ ও সার্ভিস চার্জ যুক্ত হবে।
===================================================================
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
===================================================================
ফেসবুকে  LIKE দিয়া যান —  www.facebook.com/riaj121bd
ফ্যান পেজে LIKE  দিয়ে আমাদের নতুন পোস্টের তথ্য এবং লিংক পাবেন।

Sunday, June 9, 2013

২০১৩ এর দারুন একটি হিন্দি মুভি 'এক থি ডায়েন' ( Ek Thi Daayan ) দারুন প্রিন্ট

ডাউনলোড করে নিন ২০১৩ এর দারুন একটি হিন্দি মুভি 'এক থি ডায়েন' ( Ek Thi Daayan ) দারুন প্রিন্ট DVD Rip


আজকে আপনাদের জন্য নিয়ে ২০১৩ এর একটি দারুন ভুতের হিন্দি মুভি এক থি ডায়েন । আশাকরি আপনারা এতো দিনে মুভি টি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে ফেলেছেন কিন্তু প্রিন্ট অতটা ভাল না , আবার অনেকে এখুন ডাউনলোড করেন নি এই পোস্ট শুধু মাত্র আমার সেই সকল বন্ধুদের জন্য । তা হলে আর দেরি না করে এখুনি ডাউনলোড করে ফেলুন ।




                                                                 DOWNLOAD



* মুভি টির সাইজ ১ জিবি । আশাকরি ডাউনলোড করতে কোন অসুবিধা হবে আর যদি কোন প্রকার অসুবিধা হয় তাহলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন । 


* তাহলে আজকের মতো এই আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । 


undefined

2013 এর দারুন একটি হিন্দি মুভি আসিকি ২ ( Aashiqui 2 ) দারুন প্রিন্ট DVD Rip



আজকে আমি আপনাদের কোন সফটওয়ার বা কোন টিপস নয় আজকে আমি আপনাদের দারুন একটি হিন্দি মুভি উপহার দেবো । আশাকরি আপনাদের খুব পছন্দ হবে । মুভি টির স্ক্রীন শর্ট দেখে নিন নীচে থেকে । ফাইল সাইজ একটু বেশি ৭০০ এমবি ।







* উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে মুভি টি ডাউনলোড করে ফেলুন । আশাকরি ডাউনলোড করতে কোন অসুবিধা হবেনা , আর যদি কোন রকম অসুবিধা হয় আমাকে মন্তব্য করে জানাবেন আমি হেল্প করবো ।
                               
                                              --------------==============-----------------
            * তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন *

undefined

Tuesday, June 4, 2013

নিয়ে নিন KMPlayer 3.6 Updated Version

নিয়ে নিন KMPlayer 3.6 Updated Version

KMPlayer Version 3.6
পৃথিবীর সব থেকে বহুল ব্যবহারিত মিডিয়া প্লেয়ার KMPlayer । আজ সেই প্লায়ারের ই নতুন ভার্সন KMPlayer Version 3.6  । পূর্বের তুলনায়ে আর আকর্ষণীও ও অধিক ক্ষমতা সম্পন্ন এই প্লায়েরটি আসা করি আপনাদের খুব ভাল লাগবে । আর আমরা সবাই KMPlayer  এর ফিচার সম্পর্কে জানি তাই আর লিখলাম না । শুধু  অতিরিক্ত যা আছে তা লিখলাম।
3.6 UPDATE LIST
- Added Instant View.
- Fixed Denial Of Service PoC(PlayList M3U) – Provided by: Jigsaw
(Abdelmorite), KISA.
- Modified default use of Internal Splitter(AVI) for streaming
(http, https, ftp).
- Fixed TS source filter error.
- Supports FTP server(UTF-8).
- Added https streaming function.
- Added Subtitle resync function. (Ctrl+Alt+[, Ctrl+Alt+])
- Improved seek speed of MKV, MP4, FLV.
- Added 3D video auto play mode.

System Requirements

  • OS: Windows 2000/XP/Vista (32bit)/Windows 7,8 (32bit)
  • Higher than Direct x9.0
  • More than 30M of Free Hard Disk Space
This program is a Free Ware.
 

নিয়ে নিন চেটিং সফটওয়্যার Nimbuzz এর সর্বশেষ সংস্করন

নিয়ে নিন চেটিং সফটওয়্যার Nimbuzz এর সর্বশেষ সংস্করন।

 “আসসালামু আলাইকুম”
  সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।

আজ আপনাদের সাথে আমাদের সবার অনেক পরিচিত ও প্রিয় একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।আমার জানামতে সবচেয়ে বেশি ব্যাবহৃত চ্যাট সফটওয়্যার গুলোর মধ্যে Nimbuzz অধিক ব্যাবহৃত হয়।আজ আপনাদের সাথে Nimbuzz এর সর্বশেষ সংস্করন শেয়ার করব। যারা ফেসবুকে অধিক চ্যাট করেন বা এক Nimbuzz থেকে অন্য Nimbuzz এ ফ্রী কল করেন কিংবা অন্য মোবাইলে টাকা দিয়ে কথা বলেন তাঁরা ডাওনলোড করে নিন।nimbuzz-login-1
এর ভার্সন হল 2.5.1 কিছু দিন আগে এটি রিলিজ হয়েছে আমরা সবাই জানি পূর্বের সংস্করন থেকে উন্নততর করে থাকে এর মাঝেও এটিই করা হয়েছে।তো যারা ব্যাবহার করবেন তাঁরা বুজতে পারবেন কি নতুন সংযুক্ত করা হয়েছে।
ডাওনলোড করার জন্য এখানে ক্লিক করুন।[মিডিয়াফায়ার লিঙ্ক]
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
আজ পর্যন্তই জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।আমি চেষ্টা করেছি আপনাদের ভাল লাগাতে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
 ==================================================================
আজ এই পর্যন্তই,পরবর্তী দেখা পর্যন্ত সবাই ভাল থাকুন,আর বিডি রিয়াজ.কমের সাথেই থাকুন…………নিজে জানতে থাকুন,আর অন্যকে জানাতে থাকুন…।।
 ==================================================================
আপনার কাছে যদি সামান্য সময় থাকে তবে একবার ঘুরে আসতে পারেন আমাদের পেইজ থেকে
একবার পেইজ থেকে ঘুরে আসুন আশা করি ভাল লাগবে….
পেইজে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন———>

Active-Facebook-icon

<<<ফেসবুকে আমি থাকছি আপনাদের সাথে>>>

****আল্লাহ্‌ হাফেয****

আজ নিন ভিডিও কল ও চ্যাট এর জন্য ooVoo নামের দারুন একটি সফটওয়্যার

আজ নিন ভিডিও কল ও চ্যাট এর জন্য ooVoo নামের দারুন একটি সফটওয়্যার


“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন
vineflowers1
নিজের কথাঃ
আমি ছোট বেলা থেকেই একটু অন্যদের থেকে আলাদা কেন সেটা যদি বলতে হয় তা আমার মা সবথেকে ভাল বলতে পারবে হয়ত! এই পর্যন্ত বড় হয়েছি সবটুকুই মার কারনে সম্ভব হয়েছে আমার মা আমাকে অনেক বেশি সহায়তা করে ও বুঝে আমার সব আবদার তিনি হাসিমুখে পালন করে যান আমাকে কম্পিউটার কিনে দিয়েছে আমার ভাই,আবার এই পর্যন্ত যতগুলু মোবাইল চালিয়েছি সবগুলুই তার কিনে দেওয়া যখন (Nokia 1100,2600)এই দুই মডেল বাবা কিনে দিয়েছে  আর গুলা ভাই 3310,Nokia N7,N.6300,1200,N.5610,1208,N.5310,2690,Nokia C5,X1,Nokia C7  কিনে দিয়েছেন তখন যেরকম ব্যাবহার করেছেন এখন Sony Ericsson XPERIA ST18i কেনার পরেও তার ব্যাবহার একইরকম।কোনদিন কোন চাওয়ার কারনে রাগ করেনি। আমি জানি আর কোন পোস্ট না দেখলেও এই পোস্ট টি তিনি দেখবেন তাই লিখলাম।

vineflowers1
নতুনদের জন্যঃ
আমি নিজেই নতুন তাই আমি আর কি বলব তারপরেও আমার প্রিয় ব্লগ পিসি হেল্পলাইন বিডি এর নতুন লেখক দের আমার ছোট্ট মস্তিষ্ক থেকে ২/১ টি অনুরুধ থাকবেঃ
১/ নিজের স্টাইল টা ধরে রাখবেন,অন্যকে অনুসরন করতে গেলে নিজের স্বকীয়তা কে হারাবেন।
২/এক বা দুইটি পোস্ট খারাপ হতেই পারে কমেন্ট কম হতে পারে কিন্তু চেষ্টা রাখবেন ৩য় পোস্ট টি যেন সবাই পছন্দ করে।
৩/একটি পোস্টে বেশি কমেন্ট বা এই পোস্টের বেশি প্রশংসা করে তাহলে আগামী পোস্ট টি যেন এর ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেই চেষ্টা করবেন।
৪/ আপনি যদি ১ম পোস্ট করেন তাহলে অনেক ভাল করার চেষ্টা করুন কারন এই ১ম পোস্টের মাধমেই আপনার প্রতি ও আপনার পরবর্তী পোস্টের দিকে সবার আগ্রহ জন্মাবে।
ভিজিটর দের প্রতিঃ
এখানে প্রতিদিন অনেক অনেক ভিজিটর আসেন তারা সবাই কিন্তু এখানকার নিবন্ধিত ভিজিটর নন কিন্তু তাদের সবার ফেসবুক আইডি রয়েছে তারা চাইলে খুব সহজে একটি পোস্ট সম্পর্কে ফেসবুক থেকেও মন্তব্য করতে পারেন,শুধু যে বলতে হবে (আপনার পোস্ট টি ভাল হয়েছে)এটা না আপনার যেমন লাগে ঠিক তেমনটাই কমেন্ট করুন।আপনার এই কমেন্টটাই হয়ত লেখক কে আগামীতে ভাল করার প্রত্যয় যোগাবে।
আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এর দিকে ফিরে যাই ~~~~~~~~~∞

তাই আজ আপনাদের সাথে নতুন একটি চ্যাট সফটওয়্যার এর কথা বলব আশা করি সবার কাজে লাগবে।এতদিন চ্যাট করেছেন NimbuZZ,Skype এসব সফটওয়্যার দিয়ে তাই না,তো আমি আগে একদিন বলেছিলাম সবাই যা ইউস করে আমিও তা ইউস করব কেন আমি একটু আলাদা না করলে কি করে হবে বলেন? তাই আজ আমি একটু অন্য ধরনের একটি চ্যাট সফটওয়্যার আপনাদের আমি দিচ্ছি ভাল লাগবে আশা রাখছি।এই সফটওয়্যার তির নাম ooVoo নামটাই একটু অন্যরকম তাই না?হ্যাঁ আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক এর সম্বন্ধে ও এর ব্যাবহার সম্পর্কে।
oovoo-6way-even-smaller
আপনি প্রথমে ডাওনলোড করুন তারপর সাধারন নিওমে ইন্সটল করুন।ইন্সটল করার পর প্রথমেই দেখুন আপনাকে সাইন আপ করতে বলছে আপনি যেহেতু নতুন ব্যাবহারকারি তাই আপনাকে সাইনআপ করতে হবে।আপনার নাম আপনার মেইল ঠিকানা,পাসওয়ার্ড ও আপনার ooVoo নেম কি দিতে চান তা টাইপ করুন শেষ হলে সাইন আপ বাতনে ক্লিক করুন।এবার এটি আপনাআপনি লগইন করবে লগইন করার পর আপনার পরিচিত কারও যদি ooVoo একাউন্ট থাকে তবে তাকে সার্চ করে খুজে বের করুন আর তাদের সাথে চালিএ যান অবিরত ফ্রি ভিডিও কল।আর না থাকলে আপনি তাদের ইনভাইট করতে পারেন। তো  এতক্ষণ বলছিলাম ভিডিও কলিং কিভাবে করবেন তা এবার জেনে নিন কিভাবে চ্যাট করবেন। আপনি যদি ooVoo একাউন্ট না খুলে এটি ব্যাবহার করতে চান তাহলে আপনি আপনার ফেসবুক দিয়েও লগইন করতে পারেন।ধরুন আপনার ooVoo একাউন্ট আছে তাহলে আপনি সফটওয়্যার এর উপরে দেখুন ফেসবুক আইকন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে ফেসবুক লগইন করুন তারপর আপনার ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট এ কানেক্ট থাকুন অলটাইম। 13451297431
 সফটওয়্যার টি ডাওনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
File Size: 13.0 MB (13,646,336 bytes)
Author: ooVoo  LLC.
কোন সমস্যা  হলে কিংবা ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
 ==================================================================
আজ এই পর্যন্তই,পরবর্তী দেখা পর্যন্ত সবাই ভাল থাকুন,আপনার প্রযুক্তি পণ্যটাকে নিরাপদে রাখুন আর বিডি রিয়াজ .কমের সাথেই থাকুন…………নিজে জানতে থাকুন,আর অন্যকে জানাতে থাকুন…।।
 ==================================================================

এবার এন্ড্রয়েড ফোনের জন্য নিন মজিলা ফায়ারফক্স ।

এবার এন্ড্রয়েড ফোনের জন্য নিন মজিলা ফায়ারফক্স ।

mmসকল প্রশংসা আল্লাহ্‌র যিনি আমাকে সৃষ্টি করেছেনmm
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সবার প্রিয় বিডি রিয়াজ.কমির সাথেই আছেন।
firefox-android
 আজ আমার এই পোস্ট টি ১০১ তম পোস্ট তাই নতুন করে শুরু করার মনোভাব নিয়েই আপনাদের জন্য পোস্ট করলাম ।আপনারা সবাই কমবেশি কম্পিউটার এ মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন।মজিলা ফায়ারফক্স এখন সারা বিশ্বে সর্বাধিক ব্যাবহৃত ওয়েব ব্রাওজার এর স্পিড ও পারফরমেন্স এবং বিভিন্ন অ্যাড-অন্স দিয়ে কোটি কোটি ব্যাবহার কারীকে বিমোহিত করে চলেছে।আর এত কিছু নিয়ে এখন ফায়ারফক্স আপনার এন্ড্রয়েড ফোনের মধ্যেও চলে এসেছে।এবার আপনি কম্পিউটার এর ব্রাউজ করার মজা আপনার এন্ড্রয়েড ফোনেই নিতে পারবেন।আর কথা না বাড়িয়ে চটজলদি ডাওনলোড করে নিন আপনার প্রিয় ব্রাওজার মজিলা ফায়ারফক্স আপনার প্রিয় এন্ড্রয়েড ফোনের জন্য।আপনি এই ব্রাওজার হুবহু কম্পিউটার এর মতই ইউস করতে পারবেন যেমনঃ এতে একাধিক ট্যাব খুলে কাজ করা যেকোন বড় ফাইল কম সময়ে ডাওনলোড করা।যেসব সেটে বাংলা সাপোর্ট করে না সে সব সেটে সাধারণত অপেরা দিয়ে কপি করা যায় না কিন্তু এই ব্রাওজার দিয়ে সহজে সকল ভাষার লেখা কপি করতে পারবেন। এতে যেকোন ভাষা সাপোর্ট করে।ভাল লাগলে নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করে নিন।অন্যান্য সফটওয়্যার যেভাবে ইন্সটল করেন এটাও সেভাবে ইন্সটল করে ব্রাওজ ও ডাওনলোড করতে থাকুন।   mozilla-firefox-android-14
Name: Mozila Firefox
File Size: 22 MB (21,970,076 Bytes)
 Type Of File: Application
Company: Mozilla
Language: English (United States)
Product Name: Mozilla
Type Of File: APK
Verson:20.0.1
qqqfirefox-4-rc-androidq
ডাওনলোড করার জন্য এখানে ক্লিক করুন।[মিডিয়াফায়ার লিঙ্ক]
যেকোন সমস্যা কিংবা ভাল বা খারাপ যাই হোক এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
 ==================================================================
আজ এই পর্যন্তই,পরবর্তী দেখা পর্যন্ত সবাই ভাল থাকুন,আর বিডি রিয়াজ.কমের সাথেই থাকুন…………নিজে জানতে থাকুন,আর অন্যকে জানাতে থাকুন…।।
 ==================================================================
U জরুরি কথাঃ কোন সমস্যা ছাড়া কি GP-MMS দিয়ে ইন্টারনেট চালাতে পারছেন?পারলে জানান GP-MMS দিয়ে আরেকটি ফ্রি কাজ করার একটি টিপস দিব।  
<আল্লাহ্‌ হাফেয <

Monday, June 3, 2013

ঘরে বসে আরবী বর্ণমালা শিখুন...

ঘরে বসে আরবী বর্ণমালা শিখুন...

 
আসসালামু আলাইকুম, প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা  থেকেই আরবী শিখাতে চান তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে হয়
আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলারএবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেনআর যদি আপনি সময় না ও পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে নিজে থেকেই শিখে নিতে পারবে যদি আপনি আপনাদের ছেলেমেয়েদের আরবী শিখাতে চান অথবা নিজেই শিখতে চান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই শিখে নিতে পারেন আরবী ভাষা

      আরবী বর্ণমালা শেখার ছোট্ট একটি ফ্লাশ ফাইল । 


আকারে খুবই ছোট মাত্র ৫১৭ কেবি সাইজবর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস  

ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।   

তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই  আরবী শিখুন।।


সিম্বিয়ান bluetooth এ মেসজে আসা ফাইল গুলা একসাথে save করুন

সিম্বিয়ান bluetooth এ মেসজে আসা ফাইল গুলা একসাথে save করুন

সাধারণত জাভা সেটে ব্লুটুথ এ কিছু নিলে তা সরাসরি রিসিভ ফাইলে চলে আসে সেভ করতে হয় না কিন্তু সিম্বিয়ান সেটে ব্লুটুথ কোনো ফাইল নিলে তা ম্যাসেজ এ আসে তা একটা একটা করে সেভ করতে হয় যা খুব বিরক্তিকর আর বিরক্ত না হওয়ার জন্য একটা টিপস দিব যা দিয়ে আপনি সব ম্যাসেজের সব ফাইল একসাথে একসাথে মেমোরিতে মোভ বা কপি করতে পারবেন কার্যপদ্ধতি -

1.
প্রথমে আপনার লাগবে একটা xplore মোবাইল সফটওয়ার
2.''xplore''
ওপেন করুন এবং অপশেনে যান তারপর টুল্স যান
3.
টুল্স থেকে ম্যাসেজে যান সেখানে আপনার ব্লুটুথ নেওয়া সব ফাইল পাবেন 4.আবার অপশনে গিয়ে মার্ক all করুন
5.
আবার অপশনে গিয়ে মোভ এ ক্লীক করুন 6.তারপর আপনার পছন্দের ফোল্ডারে মোভ করুন। 

সাধারণ জ্ঞান (বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ)

সাধারণ জ্ঞান (বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ)

 

বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ :

জাতীয় ফুল - শাপলা
জাতীয় ফল - কাঁঠাল

জাতীয় গাছ - আম গাছ
জাতীয় মাছ - ইলিশ
জাতীয় পাখি - দোয়েল
জাতীয় পশু - রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় ভাষা - বাংলা
জাতীয় সংগীত - আমার সোনার বাংলা
জাতীয় পতাকা - সবুজের মধ্যে লাল বৃত্ত
জাতীয় স্মৃতিসৌধ - সাভার স্মৃতিসৌধ
জাতীয় মসজিদ - বাইতুল মোকাররম
জাতীয় দিবস - ২৬শে মার্চ
জাতীয় উদ্যান - সোহরাওয়ার্দী উদ্যান
জাতীয় বিমানবন্দর - হযরত শাহজালাল (.) আন্তর্জাতিক বিমানবন্দর
জাতীয় বন - সুন্দরবন
জাতীয় মন্দির - ঢাকেশ্বরী মন্দির
জাতীয় গ্রন্থাগার - জাতীয় গ্রন্থাগার
জাতীয় জাদুঘর - জাতীয় জাদুঘর, শাহবাগ
জাতীয় কবি - কাজী নজরুল ইসলাম
জাতীয় খেলা - কাবাডি (হা-ডু-ডু)
জাতীয় শিশুপার্ক - ঢাকা শিশুপার্ক
জাতীয় উৎসব - বাংলা নববর্ষ
জাতীয় ধর্ম - ইসলাম
জাতীয় স্টেডিয়াম - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
জাতীয় ঈদগাহ - হাইকোর্ট মাঠ সংলগ্ন
জাতীয় পোশাক - পুরুষ : প্রিন্স কোর্ট পায়জামা-পাঞ্জাবি মহিলা : শাড়ি।