আজ নিন ভিডিও কল ও চ্যাট এর জন্য ooVoo নামের দারুন একটি সফটওয়্যার
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেননিজের কথাঃ
আমি ছোট বেলা থেকেই একটু অন্যদের থেকে আলাদা কেন সেটা যদি বলতে হয় তা আমার মা সবথেকে ভাল বলতে পারবে হয়ত! এই পর্যন্ত বড় হয়েছি সবটুকুই মার কারনে সম্ভব হয়েছে আমার মা আমাকে অনেক বেশি সহায়তা করে ও বুঝে আমার সব আবদার তিনি হাসিমুখে পালন করে যান আমাকে কম্পিউটার কিনে দিয়েছে আমার ভাই,আবার এই পর্যন্ত যতগুলু মোবাইল চালিয়েছি সবগুলুই তার কিনে দেওয়া যখন (Nokia 1100,2600)এই দুই মডেল বাবা কিনে দিয়েছে আর গুলা ভাই 3310,Nokia N7,N.6300,1200,N.5610,1208,N.5310,2690,Nokia C5,X1,Nokia C7 কিনে দিয়েছেন তখন যেরকম ব্যাবহার করেছেন এখন Sony Ericsson XPERIA ST18i কেনার পরেও তার ব্যাবহার একইরকম।কোনদিন কোন চাওয়ার কারনে রাগ করেনি। আমি জানি আর কোন পোস্ট না দেখলেও এই পোস্ট টি তিনি দেখবেন তাই লিখলাম।
নতুনদের জন্যঃ
আমি নিজেই নতুন তাই আমি আর কি বলব তারপরেও আমার প্রিয় ব্লগ পিসি হেল্পলাইন বিডি এর নতুন লেখক দের আমার ছোট্ট মস্তিষ্ক থেকে ২/১ টি অনুরুধ থাকবেঃ
১/ নিজের স্টাইল টা ধরে রাখবেন,অন্যকে অনুসরন করতে গেলে নিজের স্বকীয়তা কে হারাবেন।
২/এক বা দুইটি পোস্ট খারাপ হতেই পারে কমেন্ট কম হতে পারে কিন্তু চেষ্টা রাখবেন ৩য় পোস্ট টি যেন সবাই পছন্দ করে।
৩/একটি পোস্টে বেশি কমেন্ট বা এই পোস্টের বেশি প্রশংসা করে তাহলে আগামী পোস্ট টি যেন এর ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেই চেষ্টা করবেন।
৪/ আপনি যদি ১ম পোস্ট করেন তাহলে অনেক ভাল করার চেষ্টা করুন কারন এই ১ম পোস্টের মাধমেই আপনার প্রতি ও আপনার পরবর্তী পোস্টের দিকে সবার আগ্রহ জন্মাবে।
ভিজিটর দের প্রতিঃ
এখানে প্রতিদিন অনেক অনেক ভিজিটর আসেন তারা সবাই কিন্তু এখানকার নিবন্ধিত ভিজিটর নন কিন্তু তাদের সবার ফেসবুক আইডি রয়েছে তারা চাইলে খুব সহজে একটি পোস্ট সম্পর্কে ফেসবুক থেকেও মন্তব্য করতে পারেন,শুধু যে বলতে হবে (আপনার পোস্ট টি ভাল হয়েছে)এটা না আপনার যেমন লাগে ঠিক তেমনটাই কমেন্ট করুন।আপনার এই কমেন্টটাই হয়ত লেখক কে আগামীতে ভাল করার প্রত্যয় যোগাবে।
আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এর দিকে ফিরে যাই ~~~~~~~~~∞
আপনি প্রথমে ডাওনলোড করুন তারপর সাধারন
নিওমে ইন্সটল করুন।ইন্সটল করার পর প্রথমেই দেখুন আপনাকে সাইন আপ করতে বলছে
আপনি যেহেতু নতুন ব্যাবহারকারি তাই আপনাকে সাইনআপ করতে হবে।আপনার নাম আপনার
মেইল ঠিকানা,পাসওয়ার্ড ও আপনার ooVoo নেম কি দিতে চান তা টাইপ করুন শেষ
হলে সাইন আপ বাতনে ক্লিক করুন।এবার এটি আপনাআপনি লগইন করবে লগইন করার পর
আপনার পরিচিত কারও যদি ooVoo একাউন্ট থাকে তবে তাকে সার্চ করে খুজে বের
করুন আর তাদের সাথে চালিএ যান অবিরত ফ্রি ভিডিও কল।আর না থাকলে আপনি তাদের
ইনভাইট করতে পারেন। তো এতক্ষণ বলছিলাম ভিডিও কলিং কিভাবে করবেন তা এবার
জেনে নিন কিভাবে চ্যাট করবেন। আপনি যদি ooVoo একাউন্ট না খুলে এটি ব্যাবহার
করতে চান তাহলে আপনি আপনার ফেসবুক দিয়েও লগইন করতে পারেন।ধরুন আপনার
ooVoo একাউন্ট আছে তাহলে আপনি সফটওয়্যার এর উপরে দেখুন ফেসবুক আইকন দেখা
যাচ্ছে সেখানে ক্লিক করে ফেসবুক লগইন করুন তারপর আপনার ফেসবুক বন্ধুদের
সাথে চ্যাট এ কানেক্ট থাকুন অলটাইম।
সফটওয়্যার টি ডাওনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।File Size: 13.0 MB (13,646,336 bytes)
Author: ooVoo LLC.
কোন সমস্যা হলে কিংবা ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
==================================================================
আজ এই পর্যন্তই,পরবর্তী দেখা পর্যন্ত সবাই ভাল থাকুন,আপনার প্রযুক্তি পণ্যটাকে নিরাপদে রাখুন আর বিডি রিয়াজ .কমের সাথেই থাকুন…………নিজে জানতে থাকুন,আর অন্যকে জানাতে থাকুন…।।
==================================================================
No comments:
Post a Comment