এবার এন্ড্রয়েড ফোনের জন্য নিন মজিলা ফায়ারফক্স ।
mmসকল প্রশংসা আল্লাহ্র যিনি আমাকে সৃষ্টি করেছেনmm
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সবার প্রিয় বিডি রিয়াজ.কমির সাথেই আছেন।
আজ আমার এই পোস্ট টি ১০১ তম পোস্ট তাই নতুন
করে শুরু করার মনোভাব নিয়েই আপনাদের জন্য পোস্ট করলাম ।আপনারা সবাই
কমবেশি কম্পিউটার এ মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন।মজিলা ফায়ারফক্স এখন
সারা বিশ্বে সর্বাধিক ব্যাবহৃত ওয়েব ব্রাওজার এর স্পিড ও পারফরমেন্স এবং
বিভিন্ন অ্যাড-অন্স দিয়ে কোটি কোটি ব্যাবহার কারীকে বিমোহিত করে চলেছে।আর
এত কিছু নিয়ে এখন ফায়ারফক্স আপনার এন্ড্রয়েড ফোনের মধ্যেও চলে
এসেছে।এবার আপনি কম্পিউটার এর ব্রাউজ করার মজা আপনার এন্ড্রয়েড ফোনেই নিতে
পারবেন।আর কথা না বাড়িয়ে চটজলদি ডাওনলোড করে নিন আপনার প্রিয় ব্রাওজার
মজিলা ফায়ারফক্স আপনার প্রিয় এন্ড্রয়েড ফোনের জন্য।আপনি এই ব্রাওজার
হুবহু কম্পিউটার এর মতই ইউস করতে পারবেন যেমনঃ এতে একাধিক ট্যাব খুলে কাজ
করা যেকোন বড় ফাইল কম সময়ে ডাওনলোড করা।যেসব সেটে বাংলা সাপোর্ট করে না
সে সব সেটে সাধারণত অপেরা দিয়ে কপি করা যায় না কিন্তু এই ব্রাওজার দিয়ে
সহজে সকল ভাষার লেখা কপি করতে পারবেন। এতে যেকোন ভাষা সাপোর্ট করে।ভাল
লাগলে নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করে নিন।অন্যান্য সফটওয়্যার যেভাবে ইন্সটল
করেন এটাও সেভাবে ইন্সটল করে ব্রাওজ ও ডাওনলোড করতে থাকুন।
Name: Mozila FirefoxFile Size: 22 MB (21,970,076 Bytes)
Type Of File: Application
Company: Mozilla
Language: English (United States)
Product Name: Mozilla
Type Of File: APK
Verson:20.0.1
ডাওনলোড করার জন্য এখানে ক্লিক করুন।[মিডিয়াফায়ার লিঙ্ক]
যেকোন সমস্যা কিংবা ভাল বা খারাপ যাই হোক এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
==================================================================
আজ এই পর্যন্তই,পরবর্তী দেখা পর্যন্ত সবাই ভাল থাকুন,আর বিডি রিয়াজ.কমের সাথেই থাকুন…………নিজে জানতে থাকুন,আর অন্যকে জানাতে থাকুন…।।
==================================================================
U জরুরি কথাঃ কোন সমস্যা ছাড়া কি GP-MMS দিয়ে ইন্টারনেট চালাতে পারছেন?পারলে জানান GP-MMS দিয়ে আরেকটি ফ্রি কাজ করার একটি টিপস দিব।
<আল্লাহ্ হাফেয <
No comments:
Post a Comment