Monday, June 3, 2013

গুরুত্বপূর্ণ কিছু রান কমান্ড !! (নতুনদের জন্য)

গুরুত্বপূর্ণ কিছু রান কমান্ড !! (নতুনদের জন্য)



রানে (Ctrl+R) গিয়ে photoshop লিখে  ক্লিক করলে photoshop চালু হবেএভাবে নিচের প্রোগ্রাম গুলো চালু করা যাবে।
calc = ক্যালকুলেটর খুলবে
firefox = ফায়ারফক্স চালু হবে

photoshop = ফটোশপ খুলবে
cmd = কমান্ড প্রমট খুলবে
notepad = নোটপ্যাড খুলবে
OSK = পর্দার (অন স্ক্রিন) কি-বোর্ড খুলবে
fonts = লেখার ফন্ট দেখা যাবে
chkdsk = ডিস্ক ব্যবস্থাপনার জন্য
taskmgr = টাস্ক ম্যানেজার খুলবে
regedit = রেজিস্ট্রি এডিটর খুলবে
dfrg.msc = ডিস্ক ডিফ্রাগমেন্টর চালু হবে
dxdiag = কম্পিউটারের সব তথ্য দেখা যাবে
cleanmgr = কম্পিউটার ডিস্ক পরিষ্কারের জন্য
control mouse = মাউস নিয়ন্ত্রণের জন্য
control keyboard = কি-বোর্ড নিয়ন্ত্রণের কাজে
control printers = প্রিন্টারকে নিয়ন্ত্রণ করা যাবে
control folders = ফোল্ডার সেটিংস ব্যবস্থাপনার জন্য
diskmgmt.msc = হার্ডডিস্কের জায়গা ব্যবস্থাপনার জন্য
hdwwiz.cpl = হার্ডওয়্যার ব্যবস্থাপনার জন্য
appwiz.cpl = সফটওয়্যার ইনস্টল ও রিমুভ করার জন্য
control admintools = অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাপনার জন্য
compmgmt.msc = কম্পিউটারের বিভিন্ন অংশ ব্যবস্থাপনার জন্য
control desktop = ডেস্কটপ ব্যবস্থাপনার জন্য
gpedit.msc = উইন্ডোজের বিভিন্ন অপশন সক্রিয় ও নিষ্ক্রিয় করার জন্য
logoff = কম্পিউটার লগঅফ হবে
shutdown = কম্পিউটার বন্ধ হবে




Post Comment

No comments: