Monday, June 3, 2013

পিসি সুইট বা অন্য কোন সফ্টওয়ার ছাড়ায় ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করুন !!!

পিসি সুইট বা অন্য কোন সফ্টওয়ার ছাড়ায় ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করুন !!!

আপনারা যারা ইন্টারনেট ব্রাউজ করেন, বেশির ভাগই মোবাইল ফোন ব্যাবহার করে নকিয়া পিসি এর মাধ্যমে ব্রাউজ করেনকিন্তু আপনারা  চাইলে নিচের
পদ্ধতি অনুসরন করে পিসি সুইট বা অন্য কোন সফ্টওয়ার ছাড়ায় ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন প্রথমে আপনার মোবাইল ফোনের Setting>Connectivity>USB তে প্রবেশ করুন তারপর সেখান থেকে USB connection mode Connect pc to web সিলেক্ট করুন এবং Ask on connection থেকে No সিলেক্ট করুন

এখন কেবল দিয়ে আপনার মোবাইল ফোন টি আপনার কম্পিউটারের সাথে সংযোগ করুন, যখ্ন আপনার ফোন টি কম্পিউটারের সাথে সঠিক ভাবে সংযোগ প্রাপ্ত হবে তখন আপনার কম্পিউটারটিতে নকিয়ার একটা কানেকসন ম্যানেজার সেট আপ হবে আর আপনি ওটা দিয়ে মাত্র এক ক্লিকেই ডায়েল আপ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন
আশা করি যারা জানেননা তাদের কাজে লাগবে

 

Post Comment

No comments: