আসুন দেখে নেই কিভাবে ঘড়ির পাশে আপনার নাম দেখা যাবে
এটা যারা windows 7 ব্যাবহার করেন তাদের জন্য। আমি আজকে দেখাব কিভাবে taskbar এ clock এর পাশে কিভাবে আপনার নাম লেখা যায়।
প্রথমে আপনার taskbar এর clock এর উপরে click করুন।
এরপর change date and time settings এ ক্লিক করুন।
এবার change date and time এ click করুন।
এরপর change calendar settings এ click করুন। উপরের দিকে Time এ click করুন।
এবার AM এবং PM এর ঘরে নিজের নাম বা যে নাম দেখতে চান সেই নাম লেখুন।
চাইলে একটাতে আপনার নাম ও অন্যটাতে আপনার GF এর নাম ও দিতে পারেন
এবার apply..ok…. করে বের হয়ে আসুন আর দেখুন clock এর পাশে আপনার নাম।
যারা একটাতে আপনার নাম দিয়েছেন তাদের নাম ১২ ঘণ্টা পর পর change হতে থাকবে। [HOW SWEET !!]
আর যারা am/pm দুই জায়গায় একই নাম দিয়েছেন তাদের সেই নাম সব সময় থাকবে।
আশা করি ইতিমধ্যে সবাই বুঝে গেছেন এটা কিভাবে কাজ করে
যা হোক আজ এই পর্যন্তই। আমার জানা মতে এরকম কোন টিউন হয় নাই টিটি তে। হয়ে থাকলে Modaretor সাহেবরা এটা Delete করে দিয়েন।
ভাল লাগলে অবশ্যই comment করে জানাবেন।
No comments:
Post a Comment