Monday, April 1, 2013

কোন সফটওয়্যার ছাড়াই এক ক্লিকে Temp/Recent ফাইল মুছে ফেলুন

কোন সফটওয়্যার ছাড়াই এক ক্লিকে Temp/Recent ফাইল মুছে ফেলুন 
এটি করার জন্য Start Menu -> Run এ Notepad লিখে এন্টার দিন, নোটপ্যাড চালু হবে। এবার নোটপ্যাডে নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন। File -> Save As এ ক্লিক করুন। Save as type: এ All Files সিলেক্ট করুন। File name: এ Clear recent and temp.bat লিখে ডেস্কটপে সেভ করুন। এবার ডেস্কটপে সেভ হওয়া Clear recent and temp ফাইলটিকে ডাবল ক্লিক করুন এবং Yes -> OK ক্লিক করুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপারটি হল, User_Name যেসব যায়গায় লেখা আছে সেখানে আপনি যে নামে লগিন করে সেটা দিতে হবে। অবশ্য অনেক সময় লগিননেম আর Documents and Settings এর অধীনে ফোল্ডারনেম এক হয় না। সেজন্য Documents and Settings ফোল্ডারে ঢুকে নামটা কি হবে তা দেখে নেওয়া ভাল।
@echo off
@echo.
del “C:\WINDOWS\Temp” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Recent” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temp” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\history” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temporary” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Application Data\Microsoft\Office\Recent” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Local Settings\Temporary Internet Files” /s /q
del “C:\WINDOWS\system32\1054″ /s /q
del “c:\windows\prefects” /s /q
del “C:\Program Files\Uninstall Information” /s /q
del “c:\Documents and Settings\User_Name\Cookies” /s /q
del “C:\WINDOWS\Offline Web Pages” /s/q
del “C:\WINDOWS\Prefetch” /s/q
del “C:\WINDOWS\system32\wbem\Logs\*.log” /s/q
del “C:\WINDOWS\*.log” /s/q
msg %username% “Remover – By Rumi”
exit
pause
@end

Post Comment

No comments: