Thursday, April 25, 2013

আমরা গভীরভাবে শোকাহত

আমরা গভীরভাবে শোকাহত

Shok--BG-72520130424051515
                          ২৪ এপ্রিল সকালে সাভারে “রানা প্লাজা” নামক নয় তলা বিশিষ্ট ভবনটি ধ্বসে গিয়ে প্রচুর লোক আহত ও নিহত হয়েছে। সেখানে বিভিন্ন বিপণী বিতান সহ অনেক প্রতিষ্ঠানের অফিস ও পোশাক তৈরির কারখানা ছিল। ভবনটি ধ্বসে যাবার সময় সেখানে হাজার হাজার নারী পুরুষ শ্রমিক কর্মরত ছিল। তার আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেয়ায় প্রশাসন ভবন ব্যবহার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে বলে। কিন্তু নিষেধ উপেক্ষা করে জোর করে পোশাক কারখানার মালিকেরা শ্রমিকদের কাজে প্রবেশ করতে বাধ্য করে। কিছু বুঝে উঠার আগেই সকালে হটাত ভবন ধ্বসে গিয়ে এই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। উদ্ধার কাজে সেনা বাহিনী , দমকল, পুলিশ, আনসার ও জনগন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে উদ্ধার কাজ শেষ হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। আহতদের চিকিৎসা চলছে সাধারণ জনতা এগিয়ে এসেছে রক্ত দিয়ে জীবন বাচাতে। এই অবস্থায় নিহতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
Black_Ribbon.svg
                         বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক দিবসের ঘোষণা করেছে। আমরাও  বিডি রিয়াজ.কমের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং নিহত আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন নিহতদের আত্মাকে শান্তি ও আহতদের সুস্থ্য করে দেন।

Post Comment

No comments: