Monday, April 15, 2013

বাংলা নববর্ষের উপহার হিসাবে নিন বাংলা তারিখ কনভার্টার!

বাংলা নববর্ষের উপহার হিসাবে নিন বাংলা তারিখ কনভার্টার!


আসসালামু আলাইকুম,
প্রথমেই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রইলো। আজ বৈশাখের দ্বিতীয় দিন মানে, ১৫ এপ্রিল। কিন্তু যদি ২/৩ মাস পরে যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, আজ বাংলা সনের কত তারিখ? তখন তো কেল্লা ফতে! কারণ আমরা শুধু ইংরেজি তারিখ মানে রাখি কিন্তু বিশেষ দিনগুলো ছাড়া অন্যান্য বাংলা তারিখ মনে রাখি না। এজন্য অনেক সময় বাংলা তারিখ জানার প্রয়োজন পরলে ক্যালেন্ডার গুতে গুতে বের করতে হয়। আর এ সমস্যা দূর করতে আপনাদের জন্য নিয়ে এলাম English টু বাংলা তারিখ কনভার্টার।
123
English টু বাংলা তারিখ কনভার্টার
এই কনভার্টারের ব্যবহার খুব সোজা, তাই বিস্তারিত লিখলাম না। তবুও কিছু ইনফর্মেশন দিয়ে রাখি।
  • প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন।
  • স্টার্ট মেনু থেকে সফটওয়্যারটি ওপেন করুন।
  • নিচের দিকে দুটি অপশন দেখতে পারবেন। ‘খ্রিস্টাব্দ থেকে বাংলা’ এবং ‘বাংলা থেকে খ্রিস্টাব্দ’
  • ‘খ্রিস্টাব্দ থেকে বাংলা’ করতে চাইলে দিন-মাস-সাল দিন।
  • এখন ‘রূপান্তর’ এ ক্লিক করলে বাংলা তারিখ-মাস-বছর দেখা যাবে।

Download Here
 Bangla Date Converter || 2.69 MB

আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।
আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
বিডি.রিয়াজ.কম সাথে থাকুন
————আল্লাহ্‌ হাফেজ————

Post Comment

No comments: