Monday, April 15, 2013

আপনার হার্ডডিস্ক থেকে Unabale File/Foldar মুছুন খুব সহজে, ( ভিডিও সহ )

আপনার হার্ডডিস্ক থেকে Unabale File/Foldar মুছুন খুব সহজে, ( ভিডিও সহ )


পরম করুণাময় আল্লাহের নামে শুরু করছি ।
লেখার আগেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই । আশা করি সবাই ভালোই আছেন । আপনার এই দিনটিতে আপনাকে আর একটু ভালো দেখার জন্যই আমার এই পোস্ট । আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কে এমন অনেক ফাইল বা ফোল্ডার থাকে যা আমরা অনেক কিছু করেও ডিলিট / রিনেইম করতে পারিনা । আজ আমি আপনাদের এমন একটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি খুব সহযেই যে কোন ফাইল বা সফটওয়ার ডিলিট করে ফেলতে পারবেন ।
এজন্য প্রথমে সফটওয়ার টি Download (Unlocker1.9.1.7z) করে নিন ।তার পর Unzip করে নিন ও Install করে ফেলুন । Software তার সাইজ মাত্র 776 kb,
OR,
এবার যে ফোল্ডার / ফাইলটি ডিলিট করতে চান তার উপর মাউস এর Right key ক্লিক করুন ।

এবার ছবিটির মত Unlocker নামের Option এ ক্লিক করুন ।

এবার Action Menu তে Delete Chose করে Ok বাটনে ক্লিক করুন ।ব্যস......
বিঃদ্রঃ ফাইলটি যদি তার পরও ডিলিট না হয় তাহলে কম্পিউটার এর Safe Mode থেকে ট্রাই করুন ।
আল্লাহ হাফেজ । সকলের জন্য রইল শুভ দিনের শুভ কামনা ।

Post Comment

No comments: