আপনার হার্ডডিস্ক থেকে Unabale File/Foldar মুছুন খুব সহজে, ( ভিডিও সহ )
পরম করুণাময় আল্লাহের নামে শুরু করছি ।
লেখার
আগেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই । আশা করি সবাই ভালোই আছেন । আপনার
এই দিনটিতে আপনাকে আর একটু ভালো দেখার জন্যই আমার এই পোস্ট । আমাদের
কম্পিউটারের হার্ড ডিস্কে এমন অনেক ফাইল বা ফোল্ডার থাকে যা আমরা অনেক কিছু
করেও ডিলিট / রিনেইম করতে পারিনা । আজ আমি আপনাদের এমন একটি সফটওয়ারের
সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি খুব সহযেই যে কোন ফাইল বা সফটওয়ার
ডিলিট করে ফেলতে পারবেন ।এজন্য প্রথমে সফটওয়ার টি Download (Unlocker1.9.1.7z) করে নিন ।তার পর Unzip করে নিন ও Install করে ফেলুন । Software তার সাইজ মাত্র 776 kb,
OR,
এবার যে ফোল্ডার / ফাইলটি ডিলিট করতে চান তার উপর মাউস এর Right key ক্লিক করুন ।
এবার ছবিটির মত Unlocker নামের Option এ ক্লিক করুন ।
এবার Action Menu তে Delete Chose করে Ok বাটনে ক্লিক করুন ।ব্যস......
বিঃদ্রঃ ফাইলটি যদি তার পরও ডিলিট না হয় তাহলে কম্পিউটার এর Safe Mode থেকে ট্রাই করুন ।
আল্লাহ হাফেজ । সকলের জন্য রইল শুভ দিনের শুভ কামনা ।
No comments:
Post a Comment