Wednesday, March 13, 2013

মোবাইল সাইট তৈরী করতে চান? একটু এই দিকে দেখুন।



আশাকরি সকলে অনেক অনেক ভালো আছেন। বর্তমানে দেশে মোবাইলের ছড়া ছড়ি। কত লাখ মডেলের মোবাইল যে এই দুনিয়ায় আছে তার সঠিক হিসাব মনে হয় গুগলও দিতে পারবে না। আর এর মধ্যে আবার আছে স্মার্ট ফোন। এই স্মার্ট ফোনের দুনিয়ায় অনেকেই চায় ওয়েব সাইট গুলো মোবাইল দিয়ে ভিজিট করতে তাই ওয়েব বা ওয়াপ সাইটের মালিকরা চায় তাদের সাইটটি যেন মোবাইল ফ্রেন্ডলি হয় বা এমন লোক আছে যারা শুধুমাত্র মোবাইলের জন্য সাইট বানাতে চান। আর এই কাজের জন্য আছে বিভিন্ন রকমের স্ক্রীপ্ট। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি স্ক্রীপ্টের পরিচয় করিয়ে দিব(যদিও অনেকে জানেন) এই স্ক্রীপ্ট বা সি, এম,এস এর নাম হল জন সি,এম,এস এটি আপনি আপনার সার্ভারে যে কোন সি এমএস এর মত ইন্সটল করতে পারবেন। এবং ইন্সটল করার পরে আপনি পাবেন একটা নিজস্ব এডমিন প্যানেল। যার মাধ্যমে আপনি সহজে আপনার সাইট টি ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি আপনার মনের মত থিম ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত এখান থেকে সি এমএস টি ডাউনলোড করে নিন। ও ধুমছে মোবাইল ওয়াপ তৈরী করুন।
ডেমো এবং ডাউনলোড এখানে।
সবাইকে অনেক ধন্যবাদ।

Post Comment

No comments: