Thursday, March 7, 2013

অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো ৬.১ ফুল ফ্রী !! (পিসি চলুক রকেট গতিতে)



লিখেছেনঃ কম্পিউটার ভাইরাস

অনেক দিন পর ব্লগ এ পোস্ট লিখছি
আশা করি সবাই ভালোই আছেন :)
আজ এডভান্সড সিস্টেম কেয়ার প্রো এর একটা ক্রাক আপনাদের সাথে শেয়ার করব ।
আমারা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করি তারা জানি যে , প্রতিনিয়ত ব্যাবহার এর ফলে আমাদের সিস্টেম প্রচণ্ড স্লও হয়ে পরে । কোন প্রকার পরিচর্যা না করলে একটা সময় বার বার হাং । নানা রঙের এরর দেয়া শুরু করে । এসব অনন্ত বিরক্তিকর । এর শেষ সমাধান হল উইন্ডোজ সেটআপ । কিন্তু বার বার উইন্ডোজ সেটাআপ দেয়া মোটেও পিসি এর জন্য মঙ্গলজনক নয় । আর সময় সাপেক্ষো বটে ।
কিন্তু আপনি নিয়মিত পরিচর্যা করলে এসব সমস্যা হয় না পিসি তে । পরিচর্যা বলতে আমি বাইরের ধুলা ময়লা পরিষ্কার এর কথা বলিনি :P
অপারেটিং সিস্টেম এর পরিচর্যার কথা বলেছি । কারন প্রতিদিন ব্যাবহার এর ফলে অপারেটিং সিস্টেম এর ভিতরেও বাইরের ধুলো বালির মত আবর্জনা জর হয় । যা পিসি কে স্লও করে ফেলে । সেগুলো হল জাঙ্ক ফাইল , রেজিস্ট্রি , অগোছালো ফাইল ইত্যাদি ইত্যাদি । এসব বেশি জমে গেলে পিসির স্বাভাবিক পারফর্মেন্স খতিগ্রস্থ হয় ।
এগুলো ম্যানুয়ালি পরিষ্কার করা যায় । যা এক্সপার্ট দের কাছে সহজ হলেও , সাধারণ ব্যাবহারকারী বা আমার মত সুপার অলস এর কাছে প্রচণ্ড বিরক্তি কর ।
আমার সব সময় মনে হয় আমার কাজ গুলো অন্য কেউ করে দিক । একদম পারফেক্ট ভাবে । তবে বিশ্বাস কম থাকায় সব কাজে অন্যদের নিয়োগ দিতে পারি না । :P
তবে কম্পিউটার এর পরিচর্যার ব্যাপার ১০০% নির্ভর করা যায় এডভান্সড  সিস্টেম কেয়ার এর উপর ।
সত্যি কথা বলতে কি কখন কি কি করলে পিসি এর পারফর্মেন্স ভালো থাকবে তা মনে করে ম্যানুয়ালি করা খুবই বিরক্তিকর ।
আমার মতে তার চেয়ে উইন্ডোজ সেটআপ সহজ :P
তাই এডভান্সড সিস্টেম কেয়ার ব্যাবহার এর পরামর্শ দেই সবাইকে ।
এটা সব ধরনের পরিচর্যা এক ক্লিক এ ই করে ফেলে । পিসি কক্ষনো স্লও হতে দেয় না ।
জাঙ্ক ফাইলে অতিরিক্ত জমে গেলে অটো ক্লিন করে । এর একটিভেট বুস্ট পিসি কে সব টপ পারফর্মেন্স এ রাখে ।
আরও আছে অনেক অনেক টুল সমৃদ্ধ টুল বক্স । আরও অনেক অনেক সুবিধা ।
ওদের অফিসাল সাইটে এসব বিস্তারিত ভাবে লেখা আছে ।
যাক ভুমিকা অনেক বেশি হয়ে গেল । আমি ভালো ব্লগার না তাই ভূমিকা কম দেই । আজ একটু বেশি হয়ে গেল , দুঃখিত ।
এবার আসল কথায় যাই …
প্রথমে এডভান্সড সিস্টেম কেয়ার প্রো টা ট্রাইয়াল হিসেবে নিচের  লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন [20.5MB]
Capture

এবার ক্রাক টা ডাউনলোড করেনিন এখান এ ক্লিক করে ।
ক্রাক করার ইন্সট্রাকশন যদিও ক্রাক এর ফাইল এর ভিতর দেয়া আছে read me এর ভিতরে ।
তাও আমি ছবি সহ বর্ণনা করার করছি …
১। ডাউনলোড করুন এবং এক্সাট করুন । ইন্সটল করুন ।
২। নিচের ছবির মত ফাইলটির উপর রাইট ক্লিক করে অ্যাডমিন মুড এ রান করুন
right_click
৩। এবার যে উইন্ডো ওপেন হবে ওখানে একটা কী আছে ওটা সব সিলেক্ট করে কপি করুন । এবং ব্লক এক্সেস এ ক্লিক করুন [ এটা অফিসিয়াল সাইট ব্লক করবে ।  তাই আপনার দেয়া ভুয়া কী সাইট থেকে ভেরিভাই করতে পারবে না । আর আপনার কী টা ও বাতিল হবে না । ]
copy
 আপনি চাইলে আন-ব্লক এ ক্লিক করে ওটা কে আন-ব্লক করতে পারবেন ।
৪। এবার এডভান্সড সিস্টেম কেয়ার টা ওপেন করুন । কুইক সেটিং এ ক্লিক করুন ।
asc1
৫। সব অপশন সিলেক্ট করুন , অ্যাপ্লাই তে ক্লিক করুন একটা পপ আউট উইন্ডো লাইসেন্স কী দেয়ার কথা বলবে । আগের কপি করা ওই কী ওখানে পেস্ট করুন । একটিভ এ ক্লিক করুন ।

একটিভ এ ক্লিক করলে একটা এররর দিবে । কিন্তু একটিভ হয়ে ফুল ভার্সন হয়ে যাবে ।
এভাবে না করে আপগ্রেড এ ক্লিক করেও কী টা দেয়া যেতে পারে ।
এবার উপভোগ করুন ফুল ভার্সন একদম আরামসে :D
asc_activ
আচ্ছা আজ এই পর্যন্তই । কিছু ভুল হলে ক্ষমা করবেন । “মানুষ মাত্রই ভুল” :P
পরবর্তীতে আল্টিমেট নিয়ে আলোচনা করব । আজ প্রো তে ই ইতি । :D
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন । সাবধানে চলাচল করুন । “সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ”
আমার জন্য ও দোয়া করুন ।
হাতে সময় থাকলে আমার ফেসবুক পেজব্লগ থেকে একবার ঘুরে আসুন ।




পোষ্টটি লিখেছেন: কম্পিউটার ভাইরাস

Post Comment

No comments: