Friday, March 15, 2013

ইউটিউব-এ ঢুকার উপায়

ইউটিউব-এ ঢুকার উপায়


                   ইউটিউব-এ ঢুকার উপায়
( আমাদের উচিত YOUTUBE কে ভাল কাজে ব্যবহার করা )
*বিভিন্ন উপায়ে ইউটিউবে ঢুকা যাবে। এখানে ব্যবহার করব একটি সফটওয়্যার।
এজন্য দুটি কাজ করতে হবে ।
যথা :-   ১।  প্রথমে Java 7 ইন্সটল করতে হবে ।
            ২। এরপর Spotflux  সফটওয়্যারটি ইন্সটল করতে হবে ।


• সফটওয়্যারটির নাম  - স্পটফ্লাক্স

 প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন

• সফটওয়্যারটি জাভা প্ল্যাটফরমের হওয়াতে এটি চালাতে জাভার দরকার হবে।

 এখান থেকে ডাউনলোড করুন।

* সাধারন সফটের মতই ইন্সটল করুন।
আপনি Windows 7 বা Windows XP  ব্যবহার করলে একসময় ড্রাইভার ইন্সটলের অনুমতি চাইবে,ইন্সটল এ ক্লিক করে দেবেন হয়ে যাবে।
ইন্সটল শেষে সফটওয়্যারের একটি উইন্ডো আসবে ।

Enable এর মানে আপনি এখন কানেক্টেড।


N:B: (বি. দ্র.)
*কম্পিউটার -এর কোন প্রকার সমস্যা বা ইউটিউবের কোন প্রকার অপব্যবহার এর জন্য লেখক বা আইডিয়াদাতা কোনভাবেই দায়ী নয় ।
*মাঝে মাঝে স্পিডে তারতম্য হতে পারে ।

 স্পিডে তারতম্য হলে সফটওয়্যারটিকে ডিজেবল(Disable)  করে আবার এনাবল(Enable)  করুন।
* কোন প্রকার সমস্যা হলে কম্পিউটার রির্স্টাট দিন ।
* কোন প্রকার সমস্যা নেট কানেকশন Disable করে Enable করুন ।
* কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করতে পারেন ।

Post Comment

No comments: