সুপ্রিয় ব্লগার ভাই ও বোনেরা আমার সালাম নিবেন। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বর্তমানে আমরা ব্লগ বলতে সাধারণত ওয়ার্ডপ্রেস ব্লগকে বুঝি। কারণ: ওয়ার্ডপ্রেস ব্লগের রয়েছে অসংখ্য ফ্রি প্লাগিন যার মাধ্যমে আপনি সহজে আপনার ব্লগ কে মনের মত করে সাজিয়ে নিতে পারবেন। মোট কথা ব্লগিং জগতে ওয়ার্ডপ্রেস প্লাগিনের রয়েছে একটা আলাদা কদর। আর তেমন একটা প্লাগিন হল: ‘হেডার ফুটার প্লাগিন‘। কিছু কিছু কোডিং করার সময় দেখা যায় কোডের নির্দিষ্ট কিছু অংশ হেডারে বা ফুটারে বসাতে বলা হয়। কিন্তু আমরা সবাইতো আর ডেভেলপার না। তাই এই হেডার বা ফুটারে বসানো সবার পক্ষে শুভ নয় কারণ এই হেডার বা ফুটার ফাইল খোলার সময় অনেক অনাকাঙ্খিত বিপদ চলে আসতে পারে তাই আমি আজ আপনাদের সাথে ‘হেডার ফুটার প্লাগিন‘ শেয়ার করছি। আপনি প্রথমে এখান থেকে প্লাগিন টি ডাউনলোড করে নিন। এর পর আপনি এটি আপনার ওয়ার্ডপ্রেসএ ইন্সটল করুন। তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সেটিংস এর মধ্যে Header and Footer নামের একটি সাব-মেনু পাবেন এটার উপর ক্লিক করলে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে।
উপরের ছবির মত হেডার ও ফুটার সেকশন ওপেন হবে। এখানে আপনার প্রয়োজনীয় কোড বসাতে পারবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।
No comments:
Post a Comment