Saturday, March 23, 2013

রুট করে ইন্সটল করা এপ্পস,গুলি সহজেই তাড়িয়ে দিন আপনার এন্ড্রোয়েড থেকে।

  











আচ্ছালামু আলাইকুম
 কেমন আছেন সবাই? কিছুদিন পরে আবার ফিরে এলাম আপনাদের মাজে। আশা করি  সবাই  ভাল আছেন।
এন্ড্রোয়েড রুট করে যদি কোন সফটওয়্যার ইন্সটল করে থাকেন আর সেটা যদি সাবাভিক ভাবে রিমুভ করতে না পারেন,ধরুন সেটা একটা গেমস বা কোন সফটওয়্যার এখন আপনার কাছে সেটি ভাল লাগছেনা বা মনের মত নয়, তাই আপনি চাইবেন সেটাকে রিমুভ করে দিয়ে জায়গা বাড়াতে বা তার পরিবর্তে আরেকটা ট্রাই করতে। তাই আপনি গেলেন সেটাকে রিমুভ করতে Settings এ গেলেন এবং দেখলেন যে এটাকে রিমুভ করা সম্বভ নয়, সেই এপ্পস,টা মগের মুল্লুকের মত গেড়ে বসে আছে কিছুতেই সে যেন আর যাবেনা । তাই তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে এই সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেন। তবে সব এপ্পস, সফটওয়্যার গুলি সবার মত বেয়াদপ নয়।
undefined
সফটওয়্যার টি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। সাইজ ১৬৪ কেবি মাত্র।
ভাল লাগলে কমেন্ট করবেন
আল্লাহ হাফিজ

Post Comment

No comments: