আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Microsoft Word-07 বাংলা টিউটোরিয়াল বই।
শুরুতেই একটা কথা বলে রাখি আপনি এই বইটি পড়লে আপনাকে আর টাকা দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হবে না এবং Microsoft Word-07 & Microsoft Word-10 প্রায় একই রকম। আমাদের মধ্যে যারা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে তাদের প্রায় সকলের ইচ্ছা থাকে Microsoft Word শিখতে এবং অনেকে নিজে নিজে বা অন্য কারও থেকে অনেক কিছু শিখে ফেলে কেও কেও আছে যারা টাকা দিয়েও শিখে কিন্তু একটা কথা বলে রাখি Microsoft Word মানেই টাইপিং করা বা কিছু লেখা না। Microsoft Word দিয়ে অনেক কিছু করা যাই যেমন আপনি ছবি এডিটিং ও করতে পারবেন, ছোটখাট লোগো তৈরি করতে পারেন ইত্যাদি। আর বেশি কথা না বলে বইটিতে আপনারা যেই সব গুরুত্বপূর্ণ বিষয় গুলো পাবেন তা নিচে বলে দিচ্ছি এবং বইটিতে প্রতিটা বিষয়ের সচিত্র বর্ণনা দেওয়া আছে (বইটিতে এর বাইরে আরও অনেক Topics নিয়ে আলোচনা করা হয়েছে, ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে)
- কিভাবে লোগো তৈরি করবেন?
- কিভাবে ছবি এডিটিং করবেন?
- কিভাবে Table তৈরি করবেন?
- কিভাবে Chart তৈরি করবেন?
- কিভাবে Smart Art তৈরি করবেন?
- কিভাবে Word Art দিয়ে আপনার লেখার 3D format তৈরি করবেন?
- কিভাবে Math Equation লিখবেন?
- কিভাবে Watermark দিবেন?
- কিভাবে কোন পেজের Header & Footer দিবেন?
- কিভাবে Cover Page তৈরি করবেন?
- ওয়ার্ড এর Keyboard Shortcut
- কিভাবে Themes Change করবেন?
- কিভাবে Result তৈরি করবেন?
যারা Rar file open করতে পারবেন তাদের জন্য (11MB)
Download Link: http://www.mediafire.com/?880h6bhu4q3yvfp
আর যারা Rar file open করতে পারবেন না তাদের জন্য (20MB)
Download Link: http://www.mediafire.com/?xbu8dc3y9u6w5kd
পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু
পোস্টটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত
সময় থাকলে আমার ব্লগ ঘুরে আসতে পারেন http://riaj121bd.blogspot.com
আজকের মত এখানেই শেষ আগামীতে আবার দেখা হবে।
No comments:
Post a Comment