সম্প্রতি জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক তাঁদের সোস্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। অনেকেই বিষয়টাকে খুব একটা ভাল ভাবে নিচ্ছেন না। যেমন- আপনার কোন বন্ধু বা কেউ আপনার ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করলে নোটিফিকেশন সাউন্ড করছে যা অনেকের কাছে বিরক্তির উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ইচ্ছে করলে এ নোটিফিকেশন সাউন্ড খুব সহজে বন্ধ রাখতে পারি।
নীচের ধাপ অনুযায়ী আপনি ফেসবুক কমেন্ট নোটিফিকেশন সাউন্ড বন্ধ রাখতে পারেন।
Home>Account Setting>Notifications>ON Facebook>View>Play Sound এর টিক মার্কটি তুলে দিয়ে দেখুন আপনার ফেসবুক স্ট্যাটাসে কেউ কমেন্টস করলে নোটিফিকেশন সাউন্ড করছে না
No comments:
Post a Comment